মরা গরু ফেলে গেছে চোরাকারবারিরা, দুর্গন্ধে অতিষ্ঠ স্কুলশিক্ষার্থীরা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ২২: ৪৪

জৈন্তাপুর সীমান্তের অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা একটি গরু মারা গেলে রাস্তাতেই ফেলে গেছে চোরাকারবারিরা। দুই দিন ধরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সামনে সেভাবেই পড়ে আছে সেটি। এরই মধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

মহাসড়কের পাশেই চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসা যাওয়ার পথে দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। 

স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, দুদিন ধরে মরা গরুটি পড়েছে। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের দোকানে বসে থাকাই কঠিন হয়ে পড়েছে। 

স্থানীয় ইউপি সদস্য ফয়জুল হাসান বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। গরু চোরাকারবারিরা এই ধরনের জঘন্য কাজ করে থাকে। তারা ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসার সময় কোনো গরু মারা গেলে রাস্তার পাশে ফেলে যায়। রাতের আঁধারে এভাবে মৃত গরুটি রাস্তায় পাশে ফেলা ঠিক হয়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত