সিলেট প্রতিনিধি
সিলেটে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের এমসি কলেজ শাখা। আজ রোববার সকাল ১০টা থেকে কলেজের প্রধান ফটকে এক ঘণ্টা ধরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের অন্য দাবি হলো, চাকরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন–ভাতা দিতে হবে ও অনেক দিন ধরে অস্থায়ী কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করা ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া। এ সময় তাঁরা ৯ ও ১০ অক্টোবর প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন এমসি কলেজ শাখার সহসভাপতি মো. হুমায়ূন রশীদের সঞ্চালনায় কর্মবিরতি পালনের সময় বক্তারা বলেন, আমরা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছি। বর্তমানে এসব কর্মচারীদের মাসিক বেতন ৫-১০ হাজার টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার পরিজন নিয়ে দ্রব্যমূল্যের অতি ঊর্ধ্বগতির বাজারে খুবই কষ্টে মানবেতর জীবন-যাপন করছি। চাকরি রাজস্ব করণ করা হবে এমন আশ্বাস আমরা বারবার পেয়েছি। সরকারি কলেজগুলোতে মাত্র শতকরা পাঁচজন কর্মচারী সরকারিভাবে কর্মরত আছে। আর বাকি ৯৫ শতাংশ কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। আমরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জোরালো আবেদন জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন এমসি কলেজ শাখার সভাপতি প্রভাত মালাকার, সহসভাপতি মো. জাকির হোসেন, মো. পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ প্রমুখ।
বক্তারা আরও বলেন, এর আগেও এই দাবিতে প্রেসক্লাবের সামনে ১৮ দিন পর্যন্ত সব সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছি। তবে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আর ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের এবারের দাবি মেনে নিতেই হবে। আমরা ১০-২৫ বছরেরও বেশি সময় ধরে নিজের সন্তানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের বুকে ধারণ করেছি।
সিলেটে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের এমসি কলেজ শাখা। আজ রোববার সকাল ১০টা থেকে কলেজের প্রধান ফটকে এক ঘণ্টা ধরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের অন্য দাবি হলো, চাকরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন–ভাতা দিতে হবে ও অনেক দিন ধরে অস্থায়ী কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধ করা ও কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া। এ সময় তাঁরা ৯ ও ১০ অক্টোবর প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করার ঘোষণা দেন।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন এমসি কলেজ শাখার সহসভাপতি মো. হুমায়ূন রশীদের সঞ্চালনায় কর্মবিরতি পালনের সময় বক্তারা বলেন, আমরা সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পেয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছি। বর্তমানে এসব কর্মচারীদের মাসিক বেতন ৫-১০ হাজার টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার পরিজন নিয়ে দ্রব্যমূল্যের অতি ঊর্ধ্বগতির বাজারে খুবই কষ্টে মানবেতর জীবন-যাপন করছি। চাকরি রাজস্ব করণ করা হবে এমন আশ্বাস আমরা বারবার পেয়েছি। সরকারি কলেজগুলোতে মাত্র শতকরা পাঁচজন কর্মচারী সরকারিভাবে কর্মরত আছে। আর বাকি ৯৫ শতাংশ কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। আমরা চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জোরালো আবেদন জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন এমসি কলেজ শাখার সভাপতি প্রভাত মালাকার, সহসভাপতি মো. জাকির হোসেন, মো. পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ প্রমুখ।
বক্তারা আরও বলেন, এর আগেও এই দাবিতে প্রেসক্লাবের সামনে ১৮ দিন পর্যন্ত সব সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছি। তবে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আর ঘরে বসে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের এবারের দাবি মেনে নিতেই হবে। আমরা ১০-২৫ বছরেরও বেশি সময় ধরে নিজের সন্তানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের বুকে ধারণ করেছি।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
২ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
১৫ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
৩৫ মিনিট আগে