সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টি, ঘরের টিন, রাস্তায় গাড়ির গ্লাস তছনছ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩: ৩৩
Thumbnail image

সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে তাৎক্ষণিক কোনো দুর্ঘটনার খবর জানা যায়নি। 

তবে বড় আকারের শিলার আঘাতে অনেকের টিনের চালা ভেঙে গেছে। কারও টিন ভেঙে শিলা ঘরে পড়েছে। রাস্তায় থাকা অনেক গাড়ির গ্লাস ভেঙে গেছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এই শিলাবৃষ্টি ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন মানুষ। এখনো বৃষ্টিপাত চলছে। 

এর আগে সিলেটে এ রকম শিলাবৃষ্টি দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন। 

এম এ হক নামে একজন ফেসবুকে লিখেছেন, এলাকার প্রায় ৮০ শতাংশ ঘরের টিনের চালের ওপরের প্রায় সব টিন শেষ! এলাকার টিনের ঘরে একটি টিনও ভালো নাই। এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষের মতো পরিবার আছে, যাদের অনেকেরই টিন লাগানোর মতো সামর্থ্য নাই। মানবিক যারা আছেন, সবাই যার যার নিজ নিজ অবস্থান থেকে দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 

সাগর আহমদ নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘এমন শিলাবৃষ্টি আমার জীবনেও দেখি নাই। বৃষ্টির কিছুক্ষণ পূর্বে বাসায় ফিরে আসায় অনেকটা জানে বেঁচে গেছি। আল্লাহ এমন গজব থেকে আমাদের রক্ষা করুন!’ 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২–এর উপ–বিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক বলেন, ‘আমাদের সব ফিডার বন্ধ আছে। দিন না হলে ক্ষয়ক্ষতি হয়েছে কি না বলা যাচ্ছে না।’ 

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার জানান, সিলেটে এখনো পর্যন্ত শিলাবৃষ্টিতে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। 

সিলেটের আবহাওয়া অফিসে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত