সিলেট প্রতিনিধি
সিলেটে চলমান বন্যায় কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সিলেট বিভাগে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়। এতে বিভাগের চার জেলাতেই কৃষিখাতে ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি সিলেট জেলায় হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ও সিলেটের ৭০ শতাংশ এলাকা। এই বন্যায় বিভাগের আউশ ধানের ৬৫ হাজার হেক্টরের বেশি জমি, বোনা আমনের ১৫ হাজার হেক্টর ও সবজির প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
গত মাসেই পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে ঘরে তুলেছিলেন সিলেটের সদর উপজেলার সামাউরাকান্দির কৃষক সের আলী। পানিতে তলিয়ে গেলেও কিছু ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। তবে চলমান এই বন্যার পানি ঘরে প্রবেশ করায় সেই ধানগুলোও নষ্ট হয়ে গেছে। কৃষক সের আলীর মতো একই অবস্থা এই এলাকার বেশিরভাগ কৃষকের।
কৃষক সের আলী বলেন, ‘এক বন্যায় জমির ধান ভাসাইয়া নিল। আরেক বন্যায় ঘরের মজুত ধান ভাসাইয়া নিছে। কিছু বুঝার আগেই ঘরে পানি ঢুকে যায়। অনেক কষ্টে ৪ বিঘা জমি করছিলাম। সব শেষ হইয়া গেছে।’
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘বন্যায় সিলেটে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। মাঠে আমাদের প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষকের গোলায় থাকা অনেক ধানও তলিয়ে গেছে। এগুলোর প্রকৃত হিসেব পাওয়া সম্ভব নয়। এখনো অনেক এলাকায় পানি বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘সিলেট জেলায় আউশ ধান তলিয়েছে ২৬ হাজার ৬৭৯ হেক্টর এবং সবজি ডুবেছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমির। হবিগঞ্জে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৫৯৭ হেক্টর সবজি এবং ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ডুবে গেছে। মৌলভীবাজারে আউশ ধান ডুবেছে ১১ হাজার ৭৪১ হেক্টর, সবজি ডুবেছে ৮০৮ হেক্টর এবং বোনা আমনের জমি ডুবেছে ৩৬২ হেক্টর। আর সুনামগঞ্জে আউশের জমি ডুবেছে ১১ হাজার ৪০৩ হেক্টর ও সবজির জমি ডুবেছে ২ হাজার ৪০০ হেক্টর।’
সিলেটে চলমান বন্যায় কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সিলেট বিভাগে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়। এতে বিভাগের চার জেলাতেই কৃষিখাতে ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি সিলেট জেলায় হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ও সিলেটের ৭০ শতাংশ এলাকা। এই বন্যায় বিভাগের আউশ ধানের ৬৫ হাজার হেক্টরের বেশি জমি, বোনা আমনের ১৫ হাজার হেক্টর ও সবজির প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
গত মাসেই পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে ঘরে তুলেছিলেন সিলেটের সদর উপজেলার সামাউরাকান্দির কৃষক সের আলী। পানিতে তলিয়ে গেলেও কিছু ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। তবে চলমান এই বন্যার পানি ঘরে প্রবেশ করায় সেই ধানগুলোও নষ্ট হয়ে গেছে। কৃষক সের আলীর মতো একই অবস্থা এই এলাকার বেশিরভাগ কৃষকের।
কৃষক সের আলী বলেন, ‘এক বন্যায় জমির ধান ভাসাইয়া নিল। আরেক বন্যায় ঘরের মজুত ধান ভাসাইয়া নিছে। কিছু বুঝার আগেই ঘরে পানি ঢুকে যায়। অনেক কষ্টে ৪ বিঘা জমি করছিলাম। সব শেষ হইয়া গেছে।’
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘বন্যায় সিলেটে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। মাঠে আমাদের প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষকের গোলায় থাকা অনেক ধানও তলিয়ে গেছে। এগুলোর প্রকৃত হিসেব পাওয়া সম্ভব নয়। এখনো অনেক এলাকায় পানি বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘সিলেট জেলায় আউশ ধান তলিয়েছে ২৬ হাজার ৬৭৯ হেক্টর এবং সবজি ডুবেছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমির। হবিগঞ্জে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৫৯৭ হেক্টর সবজি এবং ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ডুবে গেছে। মৌলভীবাজারে আউশ ধান ডুবেছে ১১ হাজার ৭৪১ হেক্টর, সবজি ডুবেছে ৮০৮ হেক্টর এবং বোনা আমনের জমি ডুবেছে ৩৬২ হেক্টর। আর সুনামগঞ্জে আউশের জমি ডুবেছে ১১ হাজার ৪০৩ হেক্টর ও সবজির জমি ডুবেছে ২ হাজার ৪০০ হেক্টর।’
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৬ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১১ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে