হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন।
মামলার বাদীকে তিন দিনের ও তিন আসামিকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানা গেছে, বিচারাধীন একটি মারামারির মামলার গত ১০ অক্টোবর বাদীপক্ষের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন বাদী আমির হোসেন আদালতে হাজির হয়ে জানান, তাঁর শাশুড়ি রূপচান বিবি মারা যাওয়ায় তিনি ওই দিন সাক্ষী হাজির করতে পারেননি। অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা এর প্রতিবাদ করে বলেন, বাদীর শাশুড়ি তিন বছর আগে মারা গেছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
বাহুবল থানা–পুলিশের তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদীর শাশুড়ি রূপচান বিবি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল অন্য কারণে অনুপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার ধার্য তারিখে উভয় পক্ষ আদালতে হাজির হয়। ম্যাজিস্ট্রেট প্রতিবেদন পর্যালোচনা করে উভয় পক্ষকে মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন।
এরপর ম্যাজিস্ট্রেট মামলার বাদী বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আমির হোসেন ও আসামি একই গ্রামের আবদুল হাই, নূরুজ্জামান এবং ফরিদ মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জে আদালতে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার বাদী ও আসামি উভয়কে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ এ আদেশ দেন।
মামলার বাদীকে তিন দিনের ও তিন আসামিকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানা গেছে, বিচারাধীন একটি মারামারির মামলার গত ১০ অক্টোবর বাদীপক্ষের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন বাদী আমির হোসেন আদালতে হাজির হয়ে জানান, তাঁর শাশুড়ি রূপচান বিবি মারা যাওয়ায় তিনি ওই দিন সাক্ষী হাজির করতে পারেননি। অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা এর প্রতিবাদ করে বলেন, বাদীর শাশুড়ি তিন বছর আগে মারা গেছেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন আদালত।
বাহুবল থানা–পুলিশের তদন্ত প্রতিবেদনে জানা যায়, বাদীর শাশুড়ি রূপচান বিবি মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল অন্য কারণে অনুপস্থিত ছিলেন।
এরপর মঙ্গলবার ধার্য তারিখে উভয় পক্ষ আদালতে হাজির হয়। ম্যাজিস্ট্রেট প্রতিবেদন পর্যালোচনা করে উভয় পক্ষকে মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন।
এরপর ম্যাজিস্ট্রেট মামলার বাদী বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আমির হোসেন ও আসামি একই গ্রামের আবদুল হাই, নূরুজ্জামান এবং ফরিদ মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৫ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৫ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে