জৈন্তাপুর সীমান্তে ৩২টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৮
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৬

সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপি অভিযন চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ আটক করেছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকা থেকে এসব মহিষ আটক করে।

সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশের ভেতরে আসা ৩২টি মহিষ আটক করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৪০ হাজার টাকা। 

বিজিবির অধিনায়ক হাফিজুর রহমান আরও বলেন, আটক মহিষগুলো কাস্টম কর্তৃপক্ষের মাধ্যমে নিলামের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত