মৌলভীবাজারে মনু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৭: ৪১

মৌলভীবাজারের সদর উপজেলায় মনু নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মনুমুখ ইউনিয়নের সুমারাই এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ যুবকের নাম শামসুদ্দিন (২৭)। তিনি নতপারা গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে পানির স্রোত বেশি থাকায় বিভিন্ন জায়গা থেকে জ্বালানির জন্য লাকড়ি ভেসে যাচ্ছিল। নদীর একপাশ থেকে শামসুদ্দিন লাকড়ি সংগ্রহ করছিলেন। একপর্যায়ে লাকড়ি সংগ্রহ করতে করতে নদীর চর অতিক্রম করে নদীতে যান তিনি। পরে নদীর স্রোতে তাঁকে ভেসে যেতে দেখা যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. মহসীন আলী বলেন, জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শামসুদ্দিন মনু নদীতে ভেসে যান। অনেক খোঁজার পর তাঁকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত