মৌলভীবাজার প্রতিনিধি
দুই কেজি গরুর মাংসে ৪০০ গ্রাম কম। খাসির মাংস বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করতে গিয়ে এ রকম অসংখ্য অসংগতি পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বিভিন্ন অনিয়ম ও প্রতারণার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার-এর সহকারী পরিচালক আল আমিন।
অভিযানে ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা, নিচে ছোট মাছ দিয়ে ওপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিম বাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫০০ টাকা, ইকবাল মিট হাউসকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার, শাহ মোস্তফা রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
দুই কেজি গরুর মাংসে ৪০০ গ্রাম কম। খাসির মাংস বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করতে গিয়ে এ রকম অসংখ্য অসংগতি পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বিভিন্ন অনিয়ম ও প্রতারণার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার-এর সহকারী পরিচালক আল আমিন।
অভিযানে ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা, নিচে ছোট মাছ দিয়ে ওপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিম বাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫০০ টাকা, ইকবাল মিট হাউসকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার, শাহ মোস্তফা রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পুরোনো ঋণগ্রহীতা সদস্যদের বয়স ৬৫ হলে তাঁকে নতুন করে আর ঋণ দেয় না বেসরকারি সংস্থা আশা। তবে তাদের দেওয়া হচ্ছে এককালীন ১৫ হাজার টাকা। এই টাকাটিকে অবসর ভাতা বলছে আশা। ২০১৮ সাল থেকে এমন কার্যক্রম শুরু করেছে দেশের বৃহত্তম ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী এই বেসরকারি সংস্থাটি। তাতে খুশি দীর্ঘদিনের পুরোনো স
৯ মিনিট আগেখুলনায় আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
২১ মিনিট আগেবগুড়ায় মাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সিনিয়র জেলা দায়রা জজ মো. শাজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন। বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন বন্ধ হয়ে যাওয়া দুই কারখানার শ্রমিকেরা। এ ছড়া শ্রমিকেরা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো অংশের মূল ফটকে অবস্থান নেন। আজ বুধবার বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থা
২৭ মিনিট আগে