Ajker Patrika

সিলেটে যেসব এলাকায় ২ দিন ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি
সিলেটে যেসব এলাকায় ২ দিন ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের কয়েকটি এলাকায় আগামী বুধ ও বৃহস্পতিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন ও রায়নগর ফিডারের উন্নয়নকাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, সাদিপুর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ১১ কেভি রায়নগর ফিডারের আওতাধীন সোনারপাড়া, নবারুন আ/এ, মজুমদারপাড়া, ফরহান খাপুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

আমি লজ্জিত, নিজেকে মাটিতে পুঁতে দিতে ইচ্ছে করছে—ফেসবুকে প্রেস সচিব

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

এলাকার খবর
Loading...