বাপা সিলেটের ৩৩ সদস্যের কমিটি ঘোষণা

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৬

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সভা হয়েছে। এতে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সভা হয়। 

বাপার জাতীয় পরিষদের সদস্য ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব করেন। 

দুই বছর মেয়াদের এই কমিটিতে জামিল আহমেদ চৌধুরীকে সভাপতি ও আব্দুল করিম কিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি পদে আছেন ড. নাজিয়া চৌধুরী, ই ইউ শহীদুল ইসলাম, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ফাদার জোসেফ গোমেজ ও ডা. তারেক আজিজ। 

কোষাধ্যক্ষ ছামির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই আল হাদি, সুদীপ্ত অর্জুন, অধ্যাপক মো. এমদাদুল হক ও গৌরাঙ্গ পাত্র। 

সদস্য হিসাবে আছেন হাসান এ চৌধুরী, গোলাম সোবহান চৌধুরী (দিপন), এনামুল মুনির, মাহমুদুর রহমান চৌধুরী, জাকির হোসেন সোহেল, প্রফেসর ড. দিলারা রহমান, অধ্যাপক আফম জাকারিয়া, অধ্যাপক ড. মো. আলী ওয়াক্কাস, সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, স্থপতি রাজন দাশ, মাহবুব সুন্নাহ, মুজাহিদ হোসেন মুনিম, রোমেনা বেগম রোজী, জুবাইয়দা গুলশান আরা, মো. ফজল খান, আলমগীর আলম শাহান, এনায়তুল বারি মুন, বন্বী চক্রবর্তী, দেবাশীষ দেবু, রাজিব চৌধুরী, শাকিলা ববি। 

সভায় সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বাপা সিলেট শাখার সহসভাপতি জামিল আহমেদ চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল। 

সভায় কর্মসূচিভিত্তিক ১৫টি আলাদা কমিটির নাম প্রস্তাব করা হয়। কমিটিগুলো হলো ১. নদী ও ছড়ারক্ষা আন্দোলন ২. পুকুর-দিঘি ও জলাশয় রক্ষা আন্দোলন ৩. হাওর ও বিল রক্ষা আন্দোলন ৪. পাহাড়-টিলা রক্ষা আন্দোলন ৫. নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবা আন্দোলন ৬. বায়ু, শব্দ ও দৃষ্টি দূষণ প্রতিরোধ আন্দোলন ৭. খেলার মাঠ, পার্ক ও উদ্যান বিষয়ক কমিটি ৮. ঐতিহ্য ও স্থাপত্য রক্ষা আন্দোলন ৯. পলিথিন, প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্দোলন ১০. আদিবাসী জনগোষ্ঠী ও পরিবেশ রক্ষা আন্দোলন ১১. বন ও বন্যপ্রাণী রক্ষা আন্দোলন ১২. নগরায়ণ, নগর সুশাসন ও সিলেট ড্যাপ বাস্তবায়ন বিষয়ক কমিটি ১৩. পরিবেশ আইন ১৪. সবুজায়ন ও ছাঁদ বাগান বিষয়ক কমিটি ১৫. যুববাপা আন্দোলন। 

এই কমিটিগুলোর আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের নাম কার্যকরী কমিটি আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত