Ajker Patrika

কমলগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিমানবাহিনীর কর্মচারী সুমন কুমার দাসের (৪০) বাম পা বিচ্ছিন্ন হয়েছে। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসে উঠতে গিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার শমশেরনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক পা বিচ্ছিন্ন এবং অন্য পায়ের গোড়ালিতে জখম হয়েছে। আহত সুমনকে দ্রুত হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। সুমন কুমার দাসের বাড়ি কুলাউড়া উপজেলায়।

বিমানবাহিনী শমশেরনগর ইউনিট সূত্র জানায়, ডিউটি শেষ করে কুলাউড়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় নিচে পড়ে যান। এ সময় বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশ কেটে দ্বিখণ্ডিত হয় এবং ডান পায়ের গোড়ালিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর তিনি দৌড়ে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শমশেরনগর বিমানবাহিনী ইউনিটে সংবাদ দেন। পরে বিমানবাহিনীর সদস্যরা তাঁকে নিয়ে যান এবং হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকায় সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত