Ajker Patrika

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২০: ২৭
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু

সুনামগঞ্জ জেলার সব উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে। সময়মতো বাঁধের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে কৃষকেরা। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার একযোগে জেলার ১২ উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জের দিরাই, তাহিরপুর, দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলার চাপতির হাওরের ভাঙন রোধে বাঁধের কাজের মাধ্যমে এই উপজেলার ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সদস্যসচিব ও পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম হোসেন।

এ সময় স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন, চাপতির হাওর পাড়ের কৃষক আব্দুল্লাহ বলেন, ‘গেল বছর এই বাঁধ ভাইঙ্গা আমরার ফসল তলাইয়া গেছে। তবে এইবার এই হাওরে প্রথমেই কাজ ধরাইছে। আমরা আশাবাদী বাঁধটা টেকসই হইব।’

অন্যদিকে জেলার দোয়ারাবাজার উপজেলায়ও ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন হয়েছে। এ ছাড়া তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ শনির হাওরের ডুবন্ত বাঁধের ভাঙন বন্ধকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শওকত জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ। 

পাউবো সূত্র জানায়, জেলার সব কটি হাওরে আজ থেকে বাঁধের কাজ শুরু হয়েছে। পিআইসি যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত ১৯৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সঠিক সময়ে কাজ শুরু হয়েছে। এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) যাচাই-বাছাইয়ের কাজ চলমান আছে। শিগগিরই জেলার সব পিআইসি যাচাই-বাছাই শেষ করে পুরোদমে কাজ শুরু হবে। নির্ধারিত সময়ের ভেতরই কাজ শেষ হবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত