সিলেটে পৌঁছেছে মুহিতের মরদেহ, দাফন রোববার 

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। শনিবার রাত ১০টার দিকে তাঁর মরদেহ সিলেট এসে পৌঁছায়। পরে নিয়ে যাওয়া হয় নগরীর হাফিজ কমপ্লেক্সে। 

মরদেহ আসার আগে থেকেই সেখানে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। মরদেহ আসার পর সেখানে এক শোকাবহ পরিবেশের তৈরি হয়। রাতে হাফিজ কমপ্লেক্সেই রাখা হবে তাঁর মরদেহ। সিলেটের মানুষ তাঁকে একনজর দেখার জন্য রাতেই ভিড় করছেন। 

আগামীকাল রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্তানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হবে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এই নিশ্চিত করেন। 

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত