কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ক্লাস চলাকালে চত্বরে ঢুকে অযথা ঘোরাফেরা ও টিকটক করার অভিযোগে বহিরাগত দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে ওই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন—পৌর এলাকার দক্ষিণ রেল কলোনির বাসিন্দা ইমন আহমদ (২০) ও জয়পাশা এলাকার তৌফিকুর রহমান (১৮)।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, বুধবার সকালে সরকারি কলেজে ক্লাস চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে ইমন ও তৌফিক। এ সময় তাঁরা কলেজ ক্যাম্পাসে অযথা ঘোরাফেরা ও স্মার্টফোনে টিকটক এবং ছবি তুলতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে তাঁদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন তারা কলেজের ছাত্র দাবি করলেও কোনো শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ওই দুই যুবককে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার জন্য বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ শিক্ষকেরা। কিন্তু তৌফিক ও ইমন উল্টো ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। পরে তাদের আটকে রেখে কুলাউড়া থানা–পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান বলেন, ‘কলেজ ক্যাম্পাসে দুই যুবকের সন্দেহজনক ঘোরাফেরা ও মোবাইলে নানা অঙ্গভঙ্গি করে টিকটকে ভিডিও ধারণ এবং কলেজের ছবি তুলছিলেন। তাঁদের পরিচয় জানতে চাইলে উল্টো আমাদের সঙ্গে তাঁরা অশোভন আচরণ শুরু করে। পরে তাঁদের আটকে রেখে পুলিশের কাছে দিয়েছি। তাঁরা কোনো শিক্ষার্থী নয়।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক বলেন, ‘কলেজে ঢুকে বখাটেপনা করার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ক্লাস চলাকালে চত্বরে ঢুকে অযথা ঘোরাফেরা ও টিকটক করার অভিযোগে বহিরাগত দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে ওই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন—পৌর এলাকার দক্ষিণ রেল কলোনির বাসিন্দা ইমন আহমদ (২০) ও জয়পাশা এলাকার তৌফিকুর রহমান (১৮)।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, বুধবার সকালে সরকারি কলেজে ক্লাস চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে ইমন ও তৌফিক। এ সময় তাঁরা কলেজ ক্যাম্পাসে অযথা ঘোরাফেরা ও স্মার্টফোনে টিকটক এবং ছবি তুলতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে তাঁদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন তারা কলেজের ছাত্র দাবি করলেও কোনো শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ওই দুই যুবককে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার জন্য বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ শিক্ষকেরা। কিন্তু তৌফিক ও ইমন উল্টো ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। পরে তাদের আটকে রেখে কুলাউড়া থানা–পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান বলেন, ‘কলেজ ক্যাম্পাসে দুই যুবকের সন্দেহজনক ঘোরাফেরা ও মোবাইলে নানা অঙ্গভঙ্গি করে টিকটকে ভিডিও ধারণ এবং কলেজের ছবি তুলছিলেন। তাঁদের পরিচয় জানতে চাইলে উল্টো আমাদের সঙ্গে তাঁরা অশোভন আচরণ শুরু করে। পরে তাঁদের আটকে রেখে পুলিশের কাছে দিয়েছি। তাঁরা কোনো শিক্ষার্থী নয়।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক বলেন, ‘কলেজে ঢুকে বখাটেপনা করার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৯ ঘণ্টা আগে