অনলাইন ডেস্ক
বন্যার পানি কমলেও, চারদিকে বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের বন্যায় সিলেটের লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। বানভাসি মানুষের আহাজারির কথা ভেবে এগিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা ফারদিন হাসান তারেক। বিগত কয়েক দিন ধরেই তিনি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুধার্তদের হাতে তুলে দেন ত্রাণের প্যাকেট দিয়েছেন।
ফারদিনের দেওয়া ত্রাণের বিষয়ে পঞ্চাশোর্ধ্ব এক বানভাসি বলেন, ‘আমি জুতা সেলাইয়ের কাজ করে খাই। এবারের মতো বন্যা আমি বিগত ৫০ বছরেও দেখিনি। বাড়ির ওপর দিয়ে প্রবল বেগে পানি যাওয়ায় আমার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণের ক্ষমতা আমার নাই। কয়েক দিন আগে ত্রাণ পেয়েছিলাম। আজ আবার পেলাম। তবে আজকের এই ত্রাণে মমতা ছিল, ভালোবাসা ছিল। পানিতে নেমে আমার বাসায় খাবার নিয়ে কেউ আসবে, ভাবতেও পারিনি।’
বানভাসি এলাকায় কাজ করার বিষয়ে ফারদিন বলেন, ‘এবারের বন্যায় সিলেটের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কত দিন লাগবে মহান আল্লাহ জানেন। এলাকা ঘুরে দুর্গত মানুষদের অবস্থা দেখে কষ্ট লাগছে। ভাবলাম রাতে আমি খাবার খাব কিন্তু আমার আশপাশের মানুষগুলো হয়তো না খেয়ে আছে। এই ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে খাবারের প্যাকেট নিয়ে ছুটে গেছি ক্ষুধার্তদের বাড়ি বাড়ি। নিজ হাতে খাবার প্যাকেট তুলে দিয়েছি তাদের হাতে। এর চেয়ে বড় শান্তি আর কী হতে পারে?’
বন্যার পানি কমলেও, চারদিকে বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের বন্যায় সিলেটের লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার। বানভাসি মানুষের আহাজারির কথা ভেবে এগিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা ফারদিন হাসান তারেক। বিগত কয়েক দিন ধরেই তিনি আক্রান্ত এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুধার্তদের হাতে তুলে দেন ত্রাণের প্যাকেট দিয়েছেন।
ফারদিনের দেওয়া ত্রাণের বিষয়ে পঞ্চাশোর্ধ্ব এক বানভাসি বলেন, ‘আমি জুতা সেলাইয়ের কাজ করে খাই। এবারের মতো বন্যা আমি বিগত ৫০ বছরেও দেখিনি। বাড়ির ওপর দিয়ে প্রবল বেগে পানি যাওয়ায় আমার ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। নতুন করে নির্মাণের ক্ষমতা আমার নাই। কয়েক দিন আগে ত্রাণ পেয়েছিলাম। আজ আবার পেলাম। তবে আজকের এই ত্রাণে মমতা ছিল, ভালোবাসা ছিল। পানিতে নেমে আমার বাসায় খাবার নিয়ে কেউ আসবে, ভাবতেও পারিনি।’
বানভাসি এলাকায় কাজ করার বিষয়ে ফারদিন বলেন, ‘এবারের বন্যায় সিলেটের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে কত দিন লাগবে মহান আল্লাহ জানেন। এলাকা ঘুরে দুর্গত মানুষদের অবস্থা দেখে কষ্ট লাগছে। ভাবলাম রাতে আমি খাবার খাব কিন্তু আমার আশপাশের মানুষগুলো হয়তো না খেয়ে আছে। এই ভেবে আমি আমার দায়িত্ববোধ থেকে খাবারের প্যাকেট নিয়ে ছুটে গেছি ক্ষুধার্তদের বাড়ি বাড়ি। নিজ হাতে খাবার প্যাকেট তুলে দিয়েছি তাদের হাতে। এর চেয়ে বড় শান্তি আর কী হতে পারে?’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৬ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৭ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে