সুনামগঞ্জে নিজ ঘর থেকে মা-ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
নিহতদের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর (এসপির বাংলোর সামনে) এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গৃহকর্মী গিয়ে ঘরের ভেতরে তাঁদের লাশ দেখে আশপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত দুজন হলেন, ফরিদা বেগম (৫৫) ও তাঁর ছেলে মিনহাজুল ইসলাম (২০)।

ফরিদা বেগমের বোন একই মহল্লার বাসিন্দা সুফিয়া আক্তার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত ১০টার পরও ফরিদা বেগমের সঙ্গে ফোনে তাঁর কথা হয়েছে। তিনি ফোনের চার্জার প্রয়োজন বলে জানিয়েছিলেন। তখন বাসায় মিনহাজুলও ছিলেন। সকালে তাঁরা অসুস্থ খবর পেয়ে গিয়ে দুজনকে হত্যা করা হয়েছে দেখতে পান। নার্গিসের দুই ছেলেকেই পাওয়া যাচ্ছে না।

প্রতিবেশী ও নিহতদের স্বজনেরা বলেন, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী স্বামীর কাছে থাকেন। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তাঁর কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তাঁর মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদ এই বাসাতে থাকতেন। তিন দিন আগে ঢাকা থেকে এই বাসায় আসেন নার্গিসের বড় ছেলে ফয়সল আহমদ (৩০)।

এদিকে ঘটনার পর থেকে ফয়সল ও ফাহমিদকে পাওয়া যাচ্ছে না। নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। বাসায় ফয়সল ও ফাহমিদ নামের নিহতদের দুই আত্মীয় ছিলেন। তাঁদের পাওয়া যাচ্ছে না। ফয়সল মাদকাসক্ত ছিলেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পিবিআইয়ের একটি দলও আসছে। তারাও তদন্ত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত