প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
নবীগঞ্জ উপজেলায় হাসিনা আক্তার (৫০) নামে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন তাঁর দেবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষিকা হাসিনা আক্তার নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও জয়নগর আবাসিক এলাকার বাসিন্দা শেখ শাহানুর আলম ছানুর স্ত্রী এবং উপজেলার নিজ চৌকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
হাসিনা আক্তারের পারিবারিক সূত্র জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষিকা হাসিনা আক্তার (৫০) এর সঙ্গে দেবর ফজল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফজল মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাসিনা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসিনা আক্তারকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ দিকে এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িত ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীগঞ্জ উপজেলায় হাসিনা আক্তার (৫০) নামে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন তাঁর দেবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষিকা হাসিনা আক্তার নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও জয়নগর আবাসিক এলাকার বাসিন্দা শেখ শাহানুর আলম ছানুর স্ত্রী এবং উপজেলার নিজ চৌকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
হাসিনা আক্তারের পারিবারিক সূত্র জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষিকা হাসিনা আক্তার (৫০) এর সঙ্গে দেবর ফজল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ফজল মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাসিনা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসিনা আক্তারকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ দিকে এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িত ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
২২ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
৩০ মিনিট আগে