বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের নাহার চা বাগান পার হয়ে সীমান্তের কাছাকাছি যাওয়ার পর একটু চমকে উঠতে হবে। গভীর জঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় দেখবেন এক নৈসর্গিক স্বর্গ! শত শত বছরের প্রাচীন কয়েকটি ন্যানো স্লট গিরিখাত চোখে পড়বে। আর সেখানে দেখবেন ছোট ছোট ঝরনা।
ছোট বলেই নাম ন্যানো গিরিখাত। যারা এই স্বর্গোদ্যানের সন্ধান পেয়েছেন, তারা অবাধে সেখানে যাচ্ছেন বলে প্রকৃতি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখানে আসা-যাওয়া যেন অবাধ না হয়, সেটাই চাইছেন প্রকৃতিবিদেরা।
এই গিরিখাত খুঁজে পাওয়া গেছে আকস্মিকভাবে করোনাকালেই বছরখানেক আগে। এই প্রতিবেদকও আবিষ্কারের অংশীদার। জায়গাটির অবস্থান শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের ঘন জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকায়। কাছাকাছি কয়েকটি আদিবাসী খাসিয়া পুঞ্জি ও চা বাগান। শ্রীমঙ্গল শহর থেকে জিপ বা মোটরসাইকেল নিয়ে পুঞ্জি বা চা বাগান পর্যন্ত, পরে কয়েক কিলোমিটার হাঁটার যে পথ, তার পুরোটাই পাহাড়ি ছড়া ও জঙ্গলাকীর্ণ খাঁড়া পাহাড়।
এই গিরিখাতের পথে বিভিন্ন পোকাসহ জীবজন্তুও দেখা যায়। ভয় রয়েছে সাপেরও। শুনবেন ঝিঁঝির ডাক। আর ছড়ার তলদেশে পায়ের নিচে এক সময় বালির পরিবর্তে পাওয়া যাবে পাথর। বিভিন্ন স্থানে ছড়ার ওপর মরা গাছও পড়ে আছে। কোথাও কোথাও গাছের অংশ পানিতে থাকতে থাকতে ফসিল হয়ে গেছে। মাঝে মধ্যে শোনা যায় পাখির ডাক। পাহাড়ের ভেতর দিয়ে আধা ঘণ্টা বা চল্লিশ মিনিট যাওয়ার পর দেখা মিলবে নিসর্গ গিরিখাতের। ঢালের দিকে প্রবহমান পানি। কোথাও কোথাও পানিপ্রবাহের কারণে পাহাড়ের গায়ে পাথরের কারুকাজের সৃষ্টি হয়েছে। ঘন জঙ্গলের কারণে সূর্যের আলো নিচে না আসায় জায়গাটি দিনের বেলায়ও বেশ অন্ধকার। সেখানে জীবজন্তু ও সাপের ভয়ের চেয়ে বড় ভয় হলো যেকোনো সময় ওপর থেকে পানিপ্রবাহ নেমে আসতে পারে। আর তখন দ্রুত উপরে না উঠতে পারলে নিশ্চিত বিপদ।
উল্কা গিরিখাত
নিসর্গ গিরিখাতের ডান পাশে আরেকটি পাহাড়ি জনপদ। কাইলিন পুঞ্জি। পায়ে হেঁটে পুঞ্জির পানজুমের শেষ মাথায় গিয়ে প্রায় ৬০০ ফুট উঁচু পাহাড় থেকে ক্রমশ নিচে নামতে হয়। প্রথমে স্বাভাবিক ঢাল, পরে খাঁড়া ঢাল। খাঁড়া ঢালে পাহাড়িরা পা রাখার মতো ছোট ছোট খোপ করে রেখেছেন, এই খোপগুলো পাথরে পরিণত হয়েছে। বাঁ-দিকে এগোলেই মনে হবে যেন আপনি প্রবেশ করেছেন প্রস্তরযুগে। দুই পাশে খাঁড়া পাহাড় পাথরে পরিণত হয়েছে। বৃষ্টি নেই তবুও অনবরত টপ টপ করে পানির বড় বড় ফোঁটা পাথরের গা থেকে নিচে পড়ছে। এটি নিসর্গ গিরিধারার চেয়ে অনেকটা প্রশস্ত ও এর দুই পাশের পাহাড়ের উচ্চতাও অনেক। সূর্যের আলো এখানে লুকোচুরি খেলে। স্থানীয়রা এটিকে উল্কা বলে ডাকেন। তাই এর নামকরণ করা হয় উল্কাগিরি। এ ছাড়াও রয়েছে ব্যাকুলগিরি ও ঝরনা সদৃশ জলপ্রপাত।
সেটা নিয়েও একসময় কথা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জায়গাটি দেখে জানান, এটি বিশ্বের অন্যান্য গিরিখাতের মতোই। এটা আবিষ্কারের পর শ্রীমঙ্গল উপজেলায় পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচিত হলো।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের নাহার চা বাগান পার হয়ে সীমান্তের কাছাকাছি যাওয়ার পর একটু চমকে উঠতে হবে। গভীর জঙ্গলের দুর্গম পাহাড়ি এলাকায় দেখবেন এক নৈসর্গিক স্বর্গ! শত শত বছরের প্রাচীন কয়েকটি ন্যানো স্লট গিরিখাত চোখে পড়বে। আর সেখানে দেখবেন ছোট ছোট ঝরনা।
ছোট বলেই নাম ন্যানো গিরিখাত। যারা এই স্বর্গোদ্যানের সন্ধান পেয়েছেন, তারা অবাধে সেখানে যাচ্ছেন বলে প্রকৃতি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখানে আসা-যাওয়া যেন অবাধ না হয়, সেটাই চাইছেন প্রকৃতিবিদেরা।
এই গিরিখাত খুঁজে পাওয়া গেছে আকস্মিকভাবে করোনাকালেই বছরখানেক আগে। এই প্রতিবেদকও আবিষ্কারের অংশীদার। জায়গাটির অবস্থান শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের ঘন জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকায়। কাছাকাছি কয়েকটি আদিবাসী খাসিয়া পুঞ্জি ও চা বাগান। শ্রীমঙ্গল শহর থেকে জিপ বা মোটরসাইকেল নিয়ে পুঞ্জি বা চা বাগান পর্যন্ত, পরে কয়েক কিলোমিটার হাঁটার যে পথ, তার পুরোটাই পাহাড়ি ছড়া ও জঙ্গলাকীর্ণ খাঁড়া পাহাড়।
এই গিরিখাতের পথে বিভিন্ন পোকাসহ জীবজন্তুও দেখা যায়। ভয় রয়েছে সাপেরও। শুনবেন ঝিঁঝির ডাক। আর ছড়ার তলদেশে পায়ের নিচে এক সময় বালির পরিবর্তে পাওয়া যাবে পাথর। বিভিন্ন স্থানে ছড়ার ওপর মরা গাছও পড়ে আছে। কোথাও কোথাও গাছের অংশ পানিতে থাকতে থাকতে ফসিল হয়ে গেছে। মাঝে মধ্যে শোনা যায় পাখির ডাক। পাহাড়ের ভেতর দিয়ে আধা ঘণ্টা বা চল্লিশ মিনিট যাওয়ার পর দেখা মিলবে নিসর্গ গিরিখাতের। ঢালের দিকে প্রবহমান পানি। কোথাও কোথাও পানিপ্রবাহের কারণে পাহাড়ের গায়ে পাথরের কারুকাজের সৃষ্টি হয়েছে। ঘন জঙ্গলের কারণে সূর্যের আলো নিচে না আসায় জায়গাটি দিনের বেলায়ও বেশ অন্ধকার। সেখানে জীবজন্তু ও সাপের ভয়ের চেয়ে বড় ভয় হলো যেকোনো সময় ওপর থেকে পানিপ্রবাহ নেমে আসতে পারে। আর তখন দ্রুত উপরে না উঠতে পারলে নিশ্চিত বিপদ।
উল্কা গিরিখাত
নিসর্গ গিরিখাতের ডান পাশে আরেকটি পাহাড়ি জনপদ। কাইলিন পুঞ্জি। পায়ে হেঁটে পুঞ্জির পানজুমের শেষ মাথায় গিয়ে প্রায় ৬০০ ফুট উঁচু পাহাড় থেকে ক্রমশ নিচে নামতে হয়। প্রথমে স্বাভাবিক ঢাল, পরে খাঁড়া ঢাল। খাঁড়া ঢালে পাহাড়িরা পা রাখার মতো ছোট ছোট খোপ করে রেখেছেন, এই খোপগুলো পাথরে পরিণত হয়েছে। বাঁ-দিকে এগোলেই মনে হবে যেন আপনি প্রবেশ করেছেন প্রস্তরযুগে। দুই পাশে খাঁড়া পাহাড় পাথরে পরিণত হয়েছে। বৃষ্টি নেই তবুও অনবরত টপ টপ করে পানির বড় বড় ফোঁটা পাথরের গা থেকে নিচে পড়ছে। এটি নিসর্গ গিরিধারার চেয়ে অনেকটা প্রশস্ত ও এর দুই পাশের পাহাড়ের উচ্চতাও অনেক। সূর্যের আলো এখানে লুকোচুরি খেলে। স্থানীয়রা এটিকে উল্কা বলে ডাকেন। তাই এর নামকরণ করা হয় উল্কাগিরি। এ ছাড়াও রয়েছে ব্যাকুলগিরি ও ঝরনা সদৃশ জলপ্রপাত।
সেটা নিয়েও একসময় কথা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জায়গাটি দেখে জানান, এটি বিশ্বের অন্যান্য গিরিখাতের মতোই। এটা আবিষ্কারের পর শ্রীমঙ্গল উপজেলায় পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচিত হলো।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
১ মিনিট আগেশিক্ষামন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় ভুক্তভোগী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করেছে ডিআইএ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। এই তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি কর
২ ঘণ্টা আগেনেত্রকোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রাসেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
২ ঘণ্টা আগে