কুলাউড়ায় কলেজশিক্ষিকাকে মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৫: ৫৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাড়া বাসার মালিকের বিরুদ্ধে এক কলেজশিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং বাসার মালিককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ওই কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করে উপজেলার পৃথিমপাশার লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই কলেজের মোছা. নাজমা বানুকে (৪৮) মারধর করেন ভাড়া বাসার মালিক রাশেদ চৌধুরী (৩৪)। নাজমা বানু ওই কলেজের যুক্তিবিদ্যা শাখার সহকারী অধ্যাপক।

কলেজশিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষিকা নাজমা বানু কলেজের বিপরীত পাশে মনরাজ গ্রামের একটি ভবনের ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন। এই বাসার মালিক রাশেদ চৌধুরী ও তাঁর ভাইয়েরা। সম্প্রতি বাসার মালিক রাশেদের সঙ্গে নাজমা বানুর ভাড়া সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। এর জেরে শিক্ষিকার বাসায় পানি সরবরাহ বন্ধসহ নানা প্রতিবন্ধকতা শুরু করেন রাশেদ। বিষয়টি রাশেদের বড় ভাইদের অবগত করেন ভুক্তভোগী শিক্ষিকা। এতে ক্ষিপ্ত হোন রাশেদ। শুক্রবার ওই শিক্ষিকার বাসায় গিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হলে নাজমা বানু ও তাঁর স্বামী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (এলপিআরে থাকা) আব্দুল মতলিবের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন রাশেদ। এতে শিক্ষিকা নাজমার নাক ও মুখ ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাসের পর ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে বিষয়টি জানাজানি হলে কলেজের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১০টা থেকে ঘটনার প্রতিবাদে কলেজের সামনে কুলাউড়া-রবিরবাজার সড়কে অবস্থান নেয়। এ সময় বাসার মালিক রাশেদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় তাঁরা। এতে ওই সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পৃথিমপাশার বাসিন্দা ও সাবেক সাংসদ অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান এবং কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামসহ পুলিশ কলেজে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তাঁরা। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে কলেজর ভেতর অবস্থান নেন। পুলিশ রাশেদ চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বাসার মালিক রাশেদের সঙ্গে ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষিকার নাজমা বানুর কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। এ জন্য বাসার মালিক পানি সরবরাহ বন্ধ করে দিতেন। এর জেরেই শুক্রবার রাতে শিক্ষিকাকে মারধর করেন রাশেদ। এ ঘটনায় শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কলেজের সম্মুখে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের খবর পেয়ে সেখানে যাই। বিষয়টি গুরুত্বসহকারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত