নিজস্ব প্রতিবেদক, সিলেট
সদ্য নিবন্ধিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘আমরা জোটে যাব কি যাব না; এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের জোটের কোনো ধরনের কথাবার্তাও হচ্ছে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবেই এগিয়ে যাচ্ছি।’
আজ মঙ্গলবার নিজের উপজেলা সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তাই সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দেবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোটাররা ভোট দেবেন।’
তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরাও আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি ও মূল্যবোধে বিশ্বাস করি। আমরা এককভাবে নির্বাচন করব। মানুষ ভোট দেবে ব্যক্তি দেখে, প্রতীক দেখে নয়। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়েছি। দেশ স্বাধীন করেছি।’
তিনি বলেন, ‘আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য। রাস্তায় কাজ করলে ঠিকাদারেরা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।’
জাতীয় পার্টি প্রসঙ্গে সাবেক এই কূটনীতিক বলেন, ‘২০২৪ সালের ৮ জানুয়ারি দেখা যাবে ফলাফল কী হয়। সেই ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে, সংসদে কে কোথায় বসবে। জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম, মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন।
সদ্য নিবন্ধিত তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম বলেছেন, ‘আমরা জোটে যাব কি যাব না; এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমাদের জোটের কোনো ধরনের কথাবার্তাও হচ্ছে না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবেই এগিয়ে যাচ্ছি।’
আজ মঙ্গলবার নিজের উপজেলা সিলেটের গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শমশের মুবিন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তাই সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দেবেন। প্রতীক নয়, প্রার্থী দেখে ভোটাররা ভোট দেবেন।’
তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরাও আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধি ও মূল্যবোধে বিশ্বাস করি। আমরা এককভাবে নির্বাচন করব। মানুষ ভোট দেবে ব্যক্তি দেখে, প্রতীক দেখে নয়। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে গিয়ে বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়েছি। দেশ স্বাধীন করেছি।’
তিনি বলেন, ‘আমরা মানুষের মুক্তির জন্য দেশ স্বাধীন করেছি। কিন্তু মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি। বাজারে জিনিসপত্রের অগ্নিমূল্য। রাস্তায় কাজ করলে ঠিকাদারেরা লুটপাট করে। মানুষ কথা বলতে পারে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।’
জাতীয় পার্টি প্রসঙ্গে সাবেক এই কূটনীতিক বলেন, ‘২০২৪ সালের ৮ জানুয়ারি দেখা যাবে ফলাফল কী হয়। সেই ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে, সংসদে কে কোথায় বসবে। জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, আকমল আলী, আব্দুল মুতলিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল আলম, মঞ্জিল আহমদ ও জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৭ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে