অনলাইন ডেস্ক
বৈশ্বিক আর্থিক খাতে ক্রিপ্টো মোগল চ্যাংপেং ঝাও বহুল আলোচিত এক নাম। সাত বছর আগে ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের মাধ্যম হিসেবে বাইন্যান্স প্রতিষ্ঠা করে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন। কিন্তু অর্থ পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে তাঁর দণ্ড হয়েছিল। বিচারের সময় বিচারকের কাছে তাঁর প্রশ্ন ছিল, রায়ের আগে তিনি দুবাইয়ের বাড়িতে যেতে পারেন কি না। সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন আদালত। তবে সাজা ভোগ শেষে এ বছরের শেষের দিকে তাঁর আরব আমিরাতে ফেরার সম্ভাবনা আছে।
‘সিজে’ অদ্যাক্ষরে সুপরিচিত এই ক্রিপ্টো মোগলের দুবাইতে বড় অ্যাপার্টমেন্ট যে আছে, তা সবাই জানেন। কিন্তু এ বিষয়ে আর বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে আয়ারল্যান্ডে বাইন্যান্সের সাবসিডিয়ারির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ফোর্বসের আগে কিছু তথ্য দিয়েছিল। তাতে দুবাইয়ের ধুলোময় দিগন্তের ২৩তলা ভবনে চ্যাংপেংর মাত্র ৪২৯ স্কয়ার ফুটের স্টুডিও অ্যাপার্টমেন্টের তথ্য ছিল। তবে ৩ হাজার ৩০০ কোটি ডলারের মালিক এক টাইকুনের ক্ষেত্রে এটা অভাবনীয়।
কিন্তু ফোর্বসই সেই বিস্ময় কাটিয়ে দিয়েছে। দুবাইয়ে ক্রিপ্টো মোগলের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে। দুবাইয়ে তাঁর কয়েক ডজন সম্পদ উন্মোচন করেছে। তাতে ঝাওয়ের ১১ হাজার ৬০০ বর্গফুটের প্রকৃত বাড়ি ও ছয় বেডরুমের অ্যাপার্টমেন্ট, তাঁর সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বিলাসবহুল আবাসিক টাওয়ারের সন্ধান আছে। সর্বশেষ সম্পদ তিনি ১ কোটি ৩৫ লাখ ডলার দিয়ে ২০২১ সালের অক্টোবরে কিনেছিলেন।
তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তোলা শত শত কোটি ডলারের মালিক ধনকুবের একমাত্র ঝাওই নন, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মতো ব্যবসায়ীরাও আছেন। আকাশচুম্বী অট্টালিকার শহরটিতে গোপনে সম্পদ গড়েছেন বিশ্বের বড় বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, এমনকি অর্থ পাচারকারী ও অপরাধীরা। একেকজনের মালিকানায় লাখ লাখ ডলার মূল্যের সম্পদ রয়েছে বলে তুলে ধরেছে ফোর্বস।
২০২০ থেকে ২০২২ সাল নাগাদ দুবাইয়ে এসব ব্যক্তির মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে আসে। আর এসবের উৎস হলো দুবাইয়ের ভূমি দপ্তরসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্য-উপাত্ত।
‘দুবাই আনলকড’ নামে বৈশ্বিক সাংবাদিকতা প্রকল্পের অনুসন্ধানের ভিত্তিতে গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পটি সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) ও নরওয়ের সংবাদমাধ্যম ই-টোয়েন্টিফোর। এ প্রকল্পে অংশ নিয়েছে ৫৮টি দেশের ৭৪টি সংবাদমাধ্যম। প্রতিবেদনটি ওসিসিআরপির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এই অনুসন্ধানে অংশ নিয়ে কয়েক মাস ধরে দুবাইয়ের কয়েক শ ভূমির দলিল পর্যালোচনা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের সাংবাদিকেরা। সব মিলিয়ে বিশ্বের চারটি মহাদেশের ১০টি দেশের ২২ ধনকুবের ও তাঁদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬০ কোটি ডলারের বেশি মূল্যের ৭৬টি সম্পত্তির খোঁজ পেয়েছেন তাঁরা।
দুবাইয়ে গোপন সম্পদ: শীর্ষ ১০ ধনকুবেরের তালিকার চূড়ায় মুকেশ আম্বানির
এই ২২ ধনকুবেরের মধ্যে শীর্ষ ১০ জনের নাম, তাঁদের নিট সম্পদ ও দুবাইয়ে থাকা সম্পদের তথ্য দিয়েছে ফোর্বস। এর মধ্যে শীর্ষ তিনে আছেন মুকেশ আম্বানিসহ তিন ভারতীয় ধনকুবের। পাম জুমেইরাহ বিভিন্ন অভিজাত এলাকায় তাঁদের বাড়িসহ সম্পদ আছে। তাঁদের বেশির ভাগের সম্পদের উৎস ‘বিভিন্ন খাত’।
১. দুবাইয়ের পাম জুমেইরাহ কৃত্রিম দ্বীপে মুকেশ আম্বানির আনুমানিক ২৪ কোটি ডলারের সম্পদ রয়েছে। তাঁর নিট সম্পদের পরিমাণ ১১ হাজার ২০ কোটি ডলার।
২. আরেক ভারতীয় নাগরিক এম এ ইউসুফ আলী ও তাঁর পরিবারের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ৭৮০ কোটি ডলার। পাম জুমেইরাহ, দুবাই মেরিনা ও ইন্টারন্যাশনাল সিটিতে তাঁদের ৭ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।
দুই শীর্ষ ধনকুবেরের সম্পদের উৎস হিসেবে ‘বিভিন্ন খাত’ উল্লেখ করা হয়েছে।
৩. ৩৫০ কোটি ডলারের সম্পদের মালিক শামশির ভায়ালিল নামে আরেক ভারতীয়। দুবাই হিলস ও দুবাই প্রোডাকশন সিটিতে তাঁর ৬ কোটি ৮০ লাখ ডলারের সম্পদ আছে। এসব সম্পদের উৎস ‘স্বাস্থ্যসেবা’ খাত।
৪. ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান ১৯০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘বিভিন্ন খাত’। জুমেইরাহ বে আইল্যান্ড, মেদান ও ডাউনটাউন দুবাইয়ে তাঁর সাড়ে ৪ কোটি ডলারের সম্পদ রয়েছে।
৫. রাশিয়ার নাগরিক আন্দ্রেই মোলচানভ ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার; উৎস ‘নির্মাণসামগ্রী’। পাম জুমেইরাহ এলাকায় তাঁদের ২ কোটি ৩০ লাখ ডলারের সম্পদ আছে।
৬. সাইপ্রাসের নাগরিক বিনোদ আদানি ২ হাজার ২২০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘অবকাঠামো ও পণ্যদ্রব্য’। এমিরেটস হিল, জুমেইরাহ লেক টাওয়ারস, জুমেইরাহ পার্ক, ডাউনটাউন দুবাই, দুবাই মেরিনা, ইন্টারন্যাশনাল সিটি ও দুবাই সিলিকন ওয়েসিসে তাঁর ২ কোটি ডলারের সম্পদ রয়েছে। তবে ওসিসিআরপির ওয়েবসাইটে বিনোদ আদানিকে ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
৭. কানাডার নাগরিক চ্যাংপেং ঝাও ৩ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদের মালিক। সম্পদের উৎস ‘ক্রিপ্টো মুদ্রা বিনিময়’। ডাউনটাউন দুবাইয়ে তাঁর ১ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ রয়েছে।
৮. যুক্তরাজ্যের নাগরিক সকেট বর্মনের সম্পদের পরিমাণ ১৫০ কোটি ডলার, যার উৎস ‘ভোগ্যপণ্য’। পাম জুমেইরাহ দ্বীপে তাঁর ১ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ রয়েছে।
৯. সাইপ্রাসের নাগরিক ইগর মাকারভ ২১০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘বিনিয়োগ’। পাম জুমেইরাহ এলাকায় তাঁর ১ কোটি ১০ লাখ ডলারের সম্পদ।
১০. মিসরের নাগরিক নগিব সাবিরিস ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ৩৮০ কোটি ডলার। সম্পদের উৎস ‘টেলিকম’ খাত। পাম জুমেইরাহ এলাকায় তাঁদের ১ কোটি ডলারের সম্পদ রয়েছে।
রাজনীতিক ও নিষেধাজ্ঞায় থাকাদের নাম তালিকায়
দুবাইয়ে গোপনে সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় দারিদ্র্যপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অন্তত সাত নাগরিকের নামও। তাঁদের মধ্যে ছয়জনকে রাজনৈতিক ব্যক্তিত্ব ও একজনকে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ডনের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে ১৭ হাজার পাকিস্তানি সম্পদের মালিক। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, বাখতাওয়ার ভুট্টো জারদারি ও আসিফা ভুট্টো জারদারি; স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির স্ত্রী মিসেস আশরাফ; সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ সিদ্দিক বাজওয়ারের।
দুবাইয়ে গোপন সম্পদ গড়াদের তালিকায় চীন, রাশিয়া ও ইউক্রেন, ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদেরও। নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীর নামও।
আরও পড়ুন-
বৈশ্বিক আর্থিক খাতে ক্রিপ্টো মোগল চ্যাংপেং ঝাও বহুল আলোচিত এক নাম। সাত বছর আগে ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের মাধ্যম হিসেবে বাইন্যান্স প্রতিষ্ঠা করে কোটি কোটি ডলারের মালিক হয়েছেন। কিন্তু অর্থ পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে তাঁর দণ্ড হয়েছিল। বিচারের সময় বিচারকের কাছে তাঁর প্রশ্ন ছিল, রায়ের আগে তিনি দুবাইয়ের বাড়িতে যেতে পারেন কি না। সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন আদালত। তবে সাজা ভোগ শেষে এ বছরের শেষের দিকে তাঁর আরব আমিরাতে ফেরার সম্ভাবনা আছে।
‘সিজে’ অদ্যাক্ষরে সুপরিচিত এই ক্রিপ্টো মোগলের দুবাইতে বড় অ্যাপার্টমেন্ট যে আছে, তা সবাই জানেন। কিন্তু এ বিষয়ে আর বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে আয়ারল্যান্ডে বাইন্যান্সের সাবসিডিয়ারির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ফোর্বসের আগে কিছু তথ্য দিয়েছিল। তাতে দুবাইয়ের ধুলোময় দিগন্তের ২৩তলা ভবনে চ্যাংপেংর মাত্র ৪২৯ স্কয়ার ফুটের স্টুডিও অ্যাপার্টমেন্টের তথ্য ছিল। তবে ৩ হাজার ৩০০ কোটি ডলারের মালিক এক টাইকুনের ক্ষেত্রে এটা অভাবনীয়।
কিন্তু ফোর্বসই সেই বিস্ময় কাটিয়ে দিয়েছে। দুবাইয়ে ক্রিপ্টো মোগলের বিপুল সম্পদের সন্ধান পেয়েছে। দুবাইয়ে তাঁর কয়েক ডজন সম্পদ উন্মোচন করেছে। তাতে ঝাওয়ের ১১ হাজার ৬০০ বর্গফুটের প্রকৃত বাড়ি ও ছয় বেডরুমের অ্যাপার্টমেন্ট, তাঁর সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বিলাসবহুল আবাসিক টাওয়ারের সন্ধান আছে। সর্বশেষ সম্পদ তিনি ১ কোটি ৩৫ লাখ ডলার দিয়ে ২০২১ সালের অক্টোবরে কিনেছিলেন।
তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তোলা শত শত কোটি ডলারের মালিক ধনকুবের একমাত্র ঝাওই নন, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মতো ব্যবসায়ীরাও আছেন। আকাশচুম্বী অট্টালিকার শহরটিতে গোপনে সম্পদ গড়েছেন বিশ্বের বড় বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, এমনকি অর্থ পাচারকারী ও অপরাধীরা। একেকজনের মালিকানায় লাখ লাখ ডলার মূল্যের সম্পদ রয়েছে বলে তুলে ধরেছে ফোর্বস।
২০২০ থেকে ২০২২ সাল নাগাদ দুবাইয়ে এসব ব্যক্তির মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে আসে। আর এসবের উৎস হলো দুবাইয়ের ভূমি দপ্তরসহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্য-উপাত্ত।
‘দুবাই আনলকড’ নামে বৈশ্বিক সাংবাদিকতা প্রকল্পের অনুসন্ধানের ভিত্তিতে গতকাল মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পটি সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) ও নরওয়ের সংবাদমাধ্যম ই-টোয়েন্টিফোর। এ প্রকল্পে অংশ নিয়েছে ৫৮টি দেশের ৭৪টি সংবাদমাধ্যম। প্রতিবেদনটি ওসিসিআরপির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
এই অনুসন্ধানে অংশ নিয়ে কয়েক মাস ধরে দুবাইয়ের কয়েক শ ভূমির দলিল পর্যালোচনা করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের সাংবাদিকেরা। সব মিলিয়ে বিশ্বের চারটি মহাদেশের ১০টি দেশের ২২ ধনকুবের ও তাঁদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬০ কোটি ডলারের বেশি মূল্যের ৭৬টি সম্পত্তির খোঁজ পেয়েছেন তাঁরা।
দুবাইয়ে গোপন সম্পদ: শীর্ষ ১০ ধনকুবেরের তালিকার চূড়ায় মুকেশ আম্বানির
এই ২২ ধনকুবেরের মধ্যে শীর্ষ ১০ জনের নাম, তাঁদের নিট সম্পদ ও দুবাইয়ে থাকা সম্পদের তথ্য দিয়েছে ফোর্বস। এর মধ্যে শীর্ষ তিনে আছেন মুকেশ আম্বানিসহ তিন ভারতীয় ধনকুবের। পাম জুমেইরাহ বিভিন্ন অভিজাত এলাকায় তাঁদের বাড়িসহ সম্পদ আছে। তাঁদের বেশির ভাগের সম্পদের উৎস ‘বিভিন্ন খাত’।
১. দুবাইয়ের পাম জুমেইরাহ কৃত্রিম দ্বীপে মুকেশ আম্বানির আনুমানিক ২৪ কোটি ডলারের সম্পদ রয়েছে। তাঁর নিট সম্পদের পরিমাণ ১১ হাজার ২০ কোটি ডলার।
২. আরেক ভারতীয় নাগরিক এম এ ইউসুফ আলী ও তাঁর পরিবারের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ৭৮০ কোটি ডলার। পাম জুমেইরাহ, দুবাই মেরিনা ও ইন্টারন্যাশনাল সিটিতে তাঁদের ৭ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।
দুই শীর্ষ ধনকুবেরের সম্পদের উৎস হিসেবে ‘বিভিন্ন খাত’ উল্লেখ করা হয়েছে।
৩. ৩৫০ কোটি ডলারের সম্পদের মালিক শামশির ভায়ালিল নামে আরেক ভারতীয়। দুবাই হিলস ও দুবাই প্রোডাকশন সিটিতে তাঁর ৬ কোটি ৮০ লাখ ডলারের সম্পদ আছে। এসব সম্পদের উৎস ‘স্বাস্থ্যসেবা’ খাত।
৪. ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান ১৯০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘বিভিন্ন খাত’। জুমেইরাহ বে আইল্যান্ড, মেদান ও ডাউনটাউন দুবাইয়ে তাঁর সাড়ে ৪ কোটি ডলারের সম্পদ রয়েছে।
৫. রাশিয়ার নাগরিক আন্দ্রেই মোলচানভ ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ১৩০ কোটি ডলার; উৎস ‘নির্মাণসামগ্রী’। পাম জুমেইরাহ এলাকায় তাঁদের ২ কোটি ৩০ লাখ ডলারের সম্পদ আছে।
৬. সাইপ্রাসের নাগরিক বিনোদ আদানি ২ হাজার ২২০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘অবকাঠামো ও পণ্যদ্রব্য’। এমিরেটস হিল, জুমেইরাহ লেক টাওয়ারস, জুমেইরাহ পার্ক, ডাউনটাউন দুবাই, দুবাই মেরিনা, ইন্টারন্যাশনাল সিটি ও দুবাই সিলিকন ওয়েসিসে তাঁর ২ কোটি ডলারের সম্পদ রয়েছে। তবে ওসিসিআরপির ওয়েবসাইটে বিনোদ আদানিকে ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
৭. কানাডার নাগরিক চ্যাংপেং ঝাও ৩ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদের মালিক। সম্পদের উৎস ‘ক্রিপ্টো মুদ্রা বিনিময়’। ডাউনটাউন দুবাইয়ে তাঁর ১ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ রয়েছে।
৮. যুক্তরাজ্যের নাগরিক সকেট বর্মনের সম্পদের পরিমাণ ১৫০ কোটি ডলার, যার উৎস ‘ভোগ্যপণ্য’। পাম জুমেইরাহ দ্বীপে তাঁর ১ কোটি ৪০ লাখ ডলারের সম্পদ রয়েছে।
৯. সাইপ্রাসের নাগরিক ইগর মাকারভ ২১০ কোটি ডলারের সম্পদের মালিক। তাঁর সম্পদের উৎস ‘বিনিয়োগ’। পাম জুমেইরাহ এলাকায় তাঁর ১ কোটি ১০ লাখ ডলারের সম্পদ।
১০. মিসরের নাগরিক নগিব সাবিরিস ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ৩৮০ কোটি ডলার। সম্পদের উৎস ‘টেলিকম’ খাত। পাম জুমেইরাহ এলাকায় তাঁদের ১ কোটি ডলারের সম্পদ রয়েছে।
রাজনীতিক ও নিষেধাজ্ঞায় থাকাদের নাম তালিকায়
দুবাইয়ে গোপনে সম্পদ গড়া ব্যক্তিদের তালিকায় দারিদ্র্যপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অন্তত সাত নাগরিকের নামও। তাঁদের মধ্যে ছয়জনকে রাজনৈতিক ব্যক্তিত্ব ও একজনকে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের ডনের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে ১৭ হাজার পাকিস্তানি সম্পদের মালিক। তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, বাখতাওয়ার ভুট্টো জারদারি ও আসিফা ভুট্টো জারদারি; স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির স্ত্রী মিসেস আশরাফ; সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ সিদ্দিক বাজওয়ারের।
দুবাইয়ে গোপন সম্পদ গড়াদের তালিকায় চীন, রাশিয়া ও ইউক্রেন, ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদেরও। নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীর নামও।
আরও পড়ুন-
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজওয়ান রহমান। গতকাল বুধবার ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তাঁকে নির্বাচিত করা হয়।
৩৮ মিনিট আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেরাতের খাবার শেষ করে সবে প্রিয় ফুটবল ক্লাবের খেলা দেখতে টিভির সামনে বসেছেন ফজলুর রহমান। হঠাৎ তাঁর স্ত্রী এসে বললেন তোমরা সবাই পুরো বাসার লাইট জ্বালিয়ে রাখো, এসি চালিয়ে রাখো দেখেই মাসে মাসে বিদ্যুৎ বিল এত বাড়ছে। খানিকটা অপরাধবোধ নিয়ে মোবাইল হাতে নিলেন ফজলুর রহমান। বিকাশ অ্যাপের পে-বিল অপশনে ঢুকে ‘পে-ব
১ ঘণ্টা আগেবাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
১ ঘণ্টা আগে