বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালিকানাধীন জীবন বিমা কোম্পানি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে। কোম্পানিটির শেয়ারগুলো কিনে নেবে আরেক তালিকাভুক্ত বিমা কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেড। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে উভয় কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে।

তথ্যমতে, সানলাইফের উদ্যোক্তা এবং পরিচালকদের কাছে থাকা ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায় ৪৩ শতাংশ শেয়ার গ্রিন ডেলটার কাছে বিক্রি করে দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির ২১৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর ব্লক মার্কেটে এই শেয়ার লেনদেন হবে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়। পুঁজিবাজারে আসার সময় কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হলে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

বর্তমানে কোম্পানিটির বোর্ডে জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক, ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।

সানলাইফের কোম্পানি সচিব আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির বর্তমান উদ্যোক্তা পরিচালকদের সমস্ত শেয়ারই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ কোম্পানির মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে।

সানলাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণের বিষয়ে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড জানিয়েছে, কোম্পানিটি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো সানলাইফের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অধিগ্রহণের জন্য একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা শেয়ারগুলো ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে অধিগ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত