বাড়ির নকশা অনুমোদনে লাগবে টিআইএন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ জুন ২০২১, ১৯: ২৫
Thumbnail image

ঢাকা: বাড়ির নকশা অনুমোদন নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা প্রস্তাবিত বাজেটে তিনি এই প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর নেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ে ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

করের আওতা বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে বাড়ি তৈরির নকশা অনুমোদনে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে ৩৬ ধরনের কাজে ইটিআইএন বাধ্যতামূলক করা আছে।

 ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বাড়ির মালিকদের থেকে আয়কর আদায় বাড়াতে ভাড়া সংগ্রহের তথ্য পৃথক ব্যাংক হিসাব খুলে আদায়ের নিয়ম করা হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত