এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
Thumbnail image
এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫-এর প্রধান অতিথি থেকে ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে দিনব্যাপী সভার কার্যক্রম পরিচালনা করা হয়।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি-ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান গোলাম কবির, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মেদ জাহেদ ইকবাল, অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ রফিকুল হক, পরিচালক বায়জুন নাহার চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক মতিউর রহমান, কাজী তৌহিদুল আলম, আব্দুল হালিম চৌধুরী ও শাহ মোহাম্মদ মঈনউদ্দিন উপস্থিত ছিলেন।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, পরিচালক আলী আহমেদ ও খন্দকার রুহুল আমিন সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, মো. আলী আকবর ফরাজী এবং আনোয়ার উদ্দিনসহ সব শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানেরা সভায় অংশ নেন।

সভায় বিগত বছরের বিভিন্ন শাখা ও বিভাগের অর্জিত সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ২০২৫ সালের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত