Ajker Patrika

ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বিজিএমইএ

দেশের তৈরি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিজিএমইএর জনসংযোগ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সাক্ষাৎকালে তাঁরা ব্রাজিল ও বাংলাদেশ কীভাবে সহযোগিতার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে পারস্পরিক বাণিজ্য সুবিধা লাভ করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। 

বিজিএমইএ সভাপতি ব্রাজিলের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন দিক বিশেষত পণ্যের বৈচিত্র্য ও বাজার বহুমুখীকরণ এবং পণ্যের মানোন্নয়নে উদ্ভাবনী সক্ষমতার বিকাশসহ শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশি পোশাকের জন্য ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের বিষয়ে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

ফারুক হাসান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের জন্য ব্রাজিল থেকে আমরা আরও বেশি পরিমাণে তুলা আমদানি করতে আগ্রহী। এ ব্যাপারে রাষ্ট্রদূতকে সহযোগিতার অনুরোধ জানান তিনি। 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ভ্যালু-অ্যাডেড পোশাক পণ্যের নকশা (ডিজাইন) উন্নয়নে বাংলাদেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্রাজিলের সহযোগিতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা হয়। 

বিজিএমইএ সভাপতি বলেন, ব্রাজিলের রয়েছে বিপুলসংখ্যক ডিজাইনার ও বিশেষজ্ঞ এবং আমাদের রয়েছে বিপুল উৎপাদন ক্ষমতা। বাংলাদেশ ও ব্রাজিল একসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পে নকশা তৈরিতে দক্ষতা বিকাশের কাজ করলে ভ্যালু-অ্যাডেড পোশাক তৈরির মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি করতে পারে, যা উভয় দেশের জন্য লাভজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত