Ajker Patrika

ব্রিকস জোটে সদস্যপদের আবেদন বেড়ে ৪৪  

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫: ২৫
ব্রিকস জোটে সদস্যপদের আবেদন বেড়ে ৪৪  

পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে (BRICS) যোগ দিতে অসংখ্য দেশ আগ্রহ দেখাচ্ছে। জোটটি নতুন সদস্যপদের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের আবেদন পেয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল শুকলাল।

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করতে আগ্রহী দেশগুলো ব্রিকসের মুদ্রা গ্রহণেও ইচ্ছা প্রকাশ করছে।

নতুন মুদ্রা তৈরির সিদ্ধান্ত সব দেশের সম্মতিতে বাস্তবায়িত হবে। আগামী আগস্টে আসন্ন জোটের শীর্ষ সম্মেলনে পাঁচটি দেশ দ্বারা পাস হওয়ার কথা রয়েছে। ১৫তম ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে চলেছে।

এ পর্যন্ত মোট ৪৪টি দেশ ব্রিকস জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি দেশ রয়েছে, যারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে এবং অন্য ২২টি যারা অনানুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে।

রাষ্ট্রদূত শুকলাল নিশ্চিত করেন, ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। সমানসংখ্যক দেশ অনানুষ্ঠানিক পন্থায়।

রয়টার্সের মতে, রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, জোটে যোগ দিতে চাওয়া নতুন দেশগুলোর এই প্রবণতা এক বছরেরও বেশি সময় ধরে চলছে।

শুকলাল বলেন, ‘ব্রিকসের দরজায় এই ধাক্কা নতুন কিছু নয়।’ শুকলাল আরও উল্লেখ করেন, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো আনুষ্ঠানিকভাবে সদস্য হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বেশ ওজনদার দেশ।

আসন্ন শীর্ষ সম্মেলনে ব্রিকসের নতুন সদস্যপদের অনুমোদনের বিষয়ে আলোচনা হবে। বছরের শেষ নাগাদ গ্রুপটির নাম BRICS+ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা হবে সম্মেলনে। এই উন্নয়ন জোটটিকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। এটি মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত