অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরদের র্যাংকিং করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। উচ্চ মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়নের কারণে এই র্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ‘ডি’ গ্রেড পেয়েছেন। তবে কোন কোন ক্ষেত্রে ব্যর্থতার জন্য গভর্নর আব্দুর রউফ ডি গ্রেড পেলেন। আর ‘এ প্লাস’ গ্রেডই বা পেলেন কারা, কোন অর্জনের জন্য তা জেনে নেওয়া যাক:
গত রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত গ্লোবাল ফাইন্যান্সের ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৩’ এ বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও পর্যালোচনা মেয়াদের প্রথমার্ধে ম্যান্ডেট পূরণ হয়েছিল। কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫.৬%। আবার মূল্যস্ফীতির হার বাংলাদেশ ব্যাংকের ৫ শতাংশের লক্ষ্যমাত্রাকে কিছুমাত্রায় ছাড়ালেও এ অতিরিক্ত হার সীমিত ছিল ০.৬ শতাংশে। স্থিতিশীল ছিল টাকার বিনিময় হারও।
কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময়ে টাকার ৯.৫% অবমূল্যায়ন হয়। ডলার-সংকটে তখন হাসফাঁস দশা হয় আমদানিকারকদের। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যমূল্যও বেড়ে যায়, মূল্যস্ফীতি হয়ে পড়ে লাগামহীন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা চায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণের কারণে ২০২২ সালের উচ্চ বৈশ্বিক মূল্যস্ফীতির মতো বাহ্যিক ঝুঁকিগুলোর শিকার হয় বাংলাদেশ।
২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ১০১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে সর্বশেষ এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের পাঁচটি ক্যাটাগরিতে গ্রেড দেওয়া হয়েছে, এ, বি, সি, ডি এবং এফ। এর মধ্যে এ, বি, সি, এবং ডি ক্যাটাগরিগুলোকে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে আরও তিনটি সাব-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন, ‘এ’ ক্যাটাগরির গভর্নরদের ‘এ প্লাস’, ‘এ’ এবং ‘এ মাইনাস’ সাব-ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাশাপাশি জিম্বাবুয়ের জন মাঙ্গুদিয়া ও সুরিনামের মরিস রোমারও ডি গ্রেড পেয়েছেন। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অকার্যকর এবং চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ বলে বিবেচিত হলে, সে দেশের গভর্নরকে ‘এফ’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এসব গর্ভনেরের মধ্যে রয়েছেন লাওসের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর বাউনলেউয়া সিনক্সায়ভোরাভং, ভেনেজুয়েলার ক্যালিক্সতো হোসে ওর্তেগা সানচেজ ও আর্জেন্টিনার মিগুয়েল অ্যাঞ্জেল পেস।
অন্যদিকে শ্রীলংকাকে দেউলিয়াত্ব ও ভয়াবহ মূল্যস্ফীতি থেকে বের করে আনা গভর্নর নন্দলাল বীরাসিংহে পেয়েছেন ‘এ মাইনাস’ গ্রেড। আর ‘এ প্লাস’ গ্রেড পেয়েছেন ভারত, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের গর্ভনরেরা।
ভারত: ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে ‘এ প্লাস’ গ্রেড দেওয়ার বিষয়ে বলা হয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর, শক্তিকান্ত দাস সবল জিডিপি প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। ২০২১ সালে ভারতের অর্থনীতি ৯ দশমিক ১ শতাংশ হারে বিকশিত হয়, যা ছিল সর্বকালের সর্বোচ্চ, আগের বছরে যা ছিল ৮.৭ শতাংশ।
সম্ভাবনাময় এই গতির সাথে অন্যান্য প্রধান প্রধান খাতেও তার পারদর্শীতা ছিল উল্লেখ করার মতো। যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেমন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভোক্তা মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ থেকে কমে ৪.২৫ শতাংশ এসেছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নর বাজারে অর্থপ্রবাহ সংকোচনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ফলাফল তার যৌক্তিকতা তুলে ধরেছে। এজন্য এপ্রিল পর্যন্ত ছয় বার রেপো সুদহার বাড়ানো হয়, এবং তা ৬.৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে। অভূতপূর্ব এই পারদর্শীতার জন্য (শক্তিকান্ত) দাসকে যথাযথ মূল্যায়ন দিতেই হবে।
শক্তিকান্ত দাস সম্পর্কে আরও বলা হয়, অনিয়মিত ভারি বৃষ্টিপাতে ফসলহানির ফলে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি হার ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি তার সার্বিক পারদর্শীতার নির্দেশক নয়, এজন্য সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তার অন্যান্য বড় অর্জন– ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য তারল্য নীতি চালু এবং এসব প্রতিষ্ঠানের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা, যা গত বছরের অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
সুইজারল্যান্ড: ২০২২ এবং ২০২৩ সালে মূল্যস্ফীতি এবং সুদের হার নিয়ন্ত্রণে বিশ্বের খুব কমসংখ্যক কেন্দ্রীয় ব্যাংকই সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) চেয়ে ভালো করেছে। সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ বাড়ানো সত্ত্বেও ব্যাংকটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ভোগপণ্যর দাম গত বছরের ৩ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৩ সালের আগস্টে ১ দশমিক ৬ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
অধিকন্তু, ইউরোপীয় ব্যাংকিং ব্যবস্থায় সঙ্কট এড়াতে ‘ক্রেডিট সুইস’ ইস্যু সময়মত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্লেষকেরা ভূয়সী প্রশংসা করেছ। এসব অর্জনকে বিবেচনায় নিয়ে ব্যাংকটির গর্ভনর থমাস জর্ডানকে ‘এ প্লাস’ গ্রেড দেওয়া হয়েছে।
ভিয়েতনাম: ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নগুয়েন থি হংও র্যাংকিংয়ে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছেন। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বলেছে, চলতি বছর সুদহার কর্তন করেছে হাতেগোনা কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক, যার মধ্যে স্টেট ব্যাংক অব ভিয়েতনাম অন্যতম। তারা পুনঃঅর্থায়নের নীতি সুদহার চারবার হ্রাস করে, জুন নাগাদ ৪.৫ শতাংশে নামিয়ে আনে।
ভিয়েতনামের বাণিজ্যিক ঋণদাতারা এসব কর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক ঋণ দিতে পেরেছেন। এভাবে দেশটির ঋণ কাঠামোর যৌক্তিকীকরণকে দৃঢ় করেছেন গভর্নর নগুয়েন থি হং। বিশেষত, নগদ অর্থ কম থাকা ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগগুলো যে কম সুদে ঋণ নিতে পারে তা নিশ্চিত করেছেন।
‘এ গ্রেড’ প্রাপ্ত গর্ভনরেরা: এই তালিকায় রয়েছেন আটজন গর্ভনর। তাঁরা হলেন, ব্রাজিলের রবার্তো ক্যাম্পোস নেতো, ইসরায়েলের আমির ইয়ারো, মরিশাসের হারভেশ কুমার শীগোলাম, নিউজিল্যান্ডের অ্যাড্রিয়ান অর, প্যারাগুংয়ের জোসে কান্তেরো সিয়েনরা, পেরুর জুলিও ভেলার্দে ফ্লোরেস, তাইওয়ানের ইয়াং চিন লং ও উরুগুয়ের দিয়েগো লাবাত।
‘এ মাইনাস গ্রেড’ প্রাপ্ত গর্ভনরেরা: এই তালিকায় রয়েছেন ১০ জন গর্ভনর। তাঁরা হলেন, কলম্বিয়ার লিওনার্দো ভিলার গোমেজ, ডোমিনিকান রিপাবলিকের হিক্টর ভালদেজ আলবিজু, আইসল্যান্ডের অ্যাসজেইর জনসন, ইন্দোনেশিয়ার পেরি ওয়ারজিও, মেক্সিকোর ভিক্টোরিয়া রদ্রিগুয়েজ সেজা, মরোক্কোর আবদেল-লতিফ জওহারি, নরওয়ের ইড্যা ওলডেন বাখ, দক্ষিণ আফ্রিকার লেসিথজা গানায়াগো, দক্ষিণ কোরিয়ার হি চ্যাং-ইয়ং ও শ্রীলংকার নন্দলাল বীরাসিংহে।
১৯৯৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের গভর্নরদের গ্রেডিং করে আসছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন; সাময়িকীটির বার্ষিক প্রকাশনা হিসাবে নিয়মিত ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড’ প্রকাশিত হয়ে থাকে।
এই প্রতিবেদন তৈরিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, স্থানীয় মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত করার মতো বিষয়গুলো গভর্নরদের মূল্যায়নের মানদণ্ড হিসাবে বিবেচনা করা হয়েছে; গত বছর এসব সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের।
গ্লোবাল ফাইন্যান্সের মতে, অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর সরকারের নিয়ন্ত্রণকে বাংলাদেশ ব্যাংকের বড় দুর্বলতা হিসেবে দেখছে তারা।
বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরদের র্যাংকিং করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। উচ্চ মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়নের কারণে এই র্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ‘ডি’ গ্রেড পেয়েছেন। তবে কোন কোন ক্ষেত্রে ব্যর্থতার জন্য গভর্নর আব্দুর রউফ ডি গ্রেড পেলেন। আর ‘এ প্লাস’ গ্রেডই বা পেলেন কারা, কোন অর্জনের জন্য তা জেনে নেওয়া যাক:
গত রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত গ্লোবাল ফাইন্যান্সের ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৩’ এ বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও পর্যালোচনা মেয়াদের প্রথমার্ধে ম্যান্ডেট পূরণ হয়েছিল। কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫.৬%। আবার মূল্যস্ফীতির হার বাংলাদেশ ব্যাংকের ৫ শতাংশের লক্ষ্যমাত্রাকে কিছুমাত্রায় ছাড়ালেও এ অতিরিক্ত হার সীমিত ছিল ০.৬ শতাংশে। স্থিতিশীল ছিল টাকার বিনিময় হারও।
কিন্তু ২০২২ সালের মাঝামাঝি সময়ে টাকার ৯.৫% অবমূল্যায়ন হয়। ডলার-সংকটে তখন হাসফাঁস দশা হয় আমদানিকারকদের। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যমূল্যও বেড়ে যায়, মূল্যস্ফীতি হয়ে পড়ে লাগামহীন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা চায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণের কারণে ২০২২ সালের উচ্চ বৈশ্বিক মূল্যস্ফীতির মতো বাহ্যিক ঝুঁকিগুলোর শিকার হয় বাংলাদেশ।
২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ১০১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে সর্বশেষ এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের পাঁচটি ক্যাটাগরিতে গ্রেড দেওয়া হয়েছে, এ, বি, সি, ডি এবং এফ। এর মধ্যে এ, বি, সি, এবং ডি ক্যাটাগরিগুলোকে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে আরও তিনটি সাব-ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন, ‘এ’ ক্যাটাগরির গভর্নরদের ‘এ প্লাস’, ‘এ’ এবং ‘এ মাইনাস’ সাব-ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পাশাপাশি জিম্বাবুয়ের জন মাঙ্গুদিয়া ও সুরিনামের মরিস রোমারও ডি গ্রেড পেয়েছেন। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অকার্যকর এবং চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ বলে বিবেচিত হলে, সে দেশের গভর্নরকে ‘এফ’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এসব গর্ভনেরের মধ্যে রয়েছেন লাওসের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর বাউনলেউয়া সিনক্সায়ভোরাভং, ভেনেজুয়েলার ক্যালিক্সতো হোসে ওর্তেগা সানচেজ ও আর্জেন্টিনার মিগুয়েল অ্যাঞ্জেল পেস।
অন্যদিকে শ্রীলংকাকে দেউলিয়াত্ব ও ভয়াবহ মূল্যস্ফীতি থেকে বের করে আনা গভর্নর নন্দলাল বীরাসিংহে পেয়েছেন ‘এ মাইনাস’ গ্রেড। আর ‘এ প্লাস’ গ্রেড পেয়েছেন ভারত, সুইজারল্যান্ড ও ভিয়েতনামের গর্ভনরেরা।
ভারত: ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসকে ‘এ প্লাস’ গ্রেড দেওয়ার বিষয়ে বলা হয়, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর, শক্তিকান্ত দাস সবল জিডিপি প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন। ২০২১ সালে ভারতের অর্থনীতি ৯ দশমিক ১ শতাংশ হারে বিকশিত হয়, যা ছিল সর্বকালের সর্বোচ্চ, আগের বছরে যা ছিল ৮.৭ শতাংশ।
সম্ভাবনাময় এই গতির সাথে অন্যান্য প্রধান প্রধান খাতেও তার পারদর্শীতা ছিল উল্লেখ করার মতো। যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেমন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভোক্তা মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ থেকে কমে ৪.২৫ শতাংশ এসেছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গভর্নর বাজারে অর্থপ্রবাহ সংকোচনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ফলাফল তার যৌক্তিকতা তুলে ধরেছে। এজন্য এপ্রিল পর্যন্ত ছয় বার রেপো সুদহার বাড়ানো হয়, এবং তা ৬.৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে। অভূতপূর্ব এই পারদর্শীতার জন্য (শক্তিকান্ত) দাসকে যথাযথ মূল্যায়ন দিতেই হবে।
শক্তিকান্ত দাস সম্পর্কে আরও বলা হয়, অনিয়মিত ভারি বৃষ্টিপাতে ফসলহানির ফলে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি হার ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি তার সার্বিক পারদর্শীতার নির্দেশক নয়, এজন্য সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তার অন্যান্য বড় অর্জন– ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য তারল্য নীতি চালু এবং এসব প্রতিষ্ঠানের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা, যা গত বছরের অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
সুইজারল্যান্ড: ২০২২ এবং ২০২৩ সালে মূল্যস্ফীতি এবং সুদের হার নিয়ন্ত্রণে বিশ্বের খুব কমসংখ্যক কেন্দ্রীয় ব্যাংকই সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) চেয়ে ভালো করেছে। সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ বাড়ানো সত্ত্বেও ব্যাংকটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ভোগপণ্যর দাম গত বছরের ৩ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৩ সালের আগস্টে ১ দশমিক ৬ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।
অধিকন্তু, ইউরোপীয় ব্যাংকিং ব্যবস্থায় সঙ্কট এড়াতে ‘ক্রেডিট সুইস’ ইস্যু সময়মত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্লেষকেরা ভূয়সী প্রশংসা করেছ। এসব অর্জনকে বিবেচনায় নিয়ে ব্যাংকটির গর্ভনর থমাস জর্ডানকে ‘এ প্লাস’ গ্রেড দেওয়া হয়েছে।
ভিয়েতনাম: ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নগুয়েন থি হংও র্যাংকিংয়ে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছেন। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন বলেছে, চলতি বছর সুদহার কর্তন করেছে হাতেগোনা কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক, যার মধ্যে স্টেট ব্যাংক অব ভিয়েতনাম অন্যতম। তারা পুনঃঅর্থায়নের নীতি সুদহার চারবার হ্রাস করে, জুন নাগাদ ৪.৫ শতাংশে নামিয়ে আনে।
ভিয়েতনামের বাণিজ্যিক ঋণদাতারা এসব কর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক ঋণ দিতে পেরেছেন। এভাবে দেশটির ঋণ কাঠামোর যৌক্তিকীকরণকে দৃঢ় করেছেন গভর্নর নগুয়েন থি হং। বিশেষত, নগদ অর্থ কম থাকা ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগগুলো যে কম সুদে ঋণ নিতে পারে তা নিশ্চিত করেছেন।
‘এ গ্রেড’ প্রাপ্ত গর্ভনরেরা: এই তালিকায় রয়েছেন আটজন গর্ভনর। তাঁরা হলেন, ব্রাজিলের রবার্তো ক্যাম্পোস নেতো, ইসরায়েলের আমির ইয়ারো, মরিশাসের হারভেশ কুমার শীগোলাম, নিউজিল্যান্ডের অ্যাড্রিয়ান অর, প্যারাগুংয়ের জোসে কান্তেরো সিয়েনরা, পেরুর জুলিও ভেলার্দে ফ্লোরেস, তাইওয়ানের ইয়াং চিন লং ও উরুগুয়ের দিয়েগো লাবাত।
‘এ মাইনাস গ্রেড’ প্রাপ্ত গর্ভনরেরা: এই তালিকায় রয়েছেন ১০ জন গর্ভনর। তাঁরা হলেন, কলম্বিয়ার লিওনার্দো ভিলার গোমেজ, ডোমিনিকান রিপাবলিকের হিক্টর ভালদেজ আলবিজু, আইসল্যান্ডের অ্যাসজেইর জনসন, ইন্দোনেশিয়ার পেরি ওয়ারজিও, মেক্সিকোর ভিক্টোরিয়া রদ্রিগুয়েজ সেজা, মরোক্কোর আবদেল-লতিফ জওহারি, নরওয়ের ইড্যা ওলডেন বাখ, দক্ষিণ আফ্রিকার লেসিথজা গানায়াগো, দক্ষিণ কোরিয়ার হি চ্যাং-ইয়ং ও শ্রীলংকার নন্দলাল বীরাসিংহে।
১৯৯৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের গভর্নরদের গ্রেডিং করে আসছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন; সাময়িকীটির বার্ষিক প্রকাশনা হিসাবে নিয়মিত ‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড’ প্রকাশিত হয়ে থাকে।
এই প্রতিবেদন তৈরিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, স্থানীয় মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুসংহত করার মতো বিষয়গুলো গভর্নরদের মূল্যায়নের মানদণ্ড হিসাবে বিবেচনা করা হয়েছে; গত বছর এসব সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের।
গ্লোবাল ফাইন্যান্সের মতে, অর্থনৈতিক কাঠামোর দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর সরকারের নিয়ন্ত্রণকে বাংলাদেশ ব্যাংকের বড় দুর্বলতা হিসেবে দেখছে তারা।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১ মিনিট আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৫ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৬ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৭ ঘণ্টা আগে