নারী উদ্যোক্তাদের জন্য ‘জয়ী ৩৬০’ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের বিশেষ ঋণের জন্য ‘জয়ী ৩৬০’ সেবা চালু করেছে আইপিডিসি। গতকাল শনিবার রাজধানী মিরপুর ৬ নম্বর সেকশনের ডাইন্যাস্টি টাওয়ারের ষষ্ঠ তলায় এই উপশাখাটি উদ্বোধন করা হয়েছে। এতে ‘জয়ী’ লোন ছাড়াও আইপিডিসির অন্যান্য নিয়মিত সেবা কার্যক্রমও চালু থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমান, আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিজওয়ান দাউদ সামস।

জয়ী নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের প্রসারে সহায়তায় আইপিডিসির একটি লোন সেবা। এর যাত্রা শুরু ২০১৮ সালে। এবার প্রতিষ্ঠানটি ‘জয়ী’ লোন সেবার সঙ্গে আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে উপশাখাটি চালু করেছে। ‘জয়ী ৩৬০’ উপশাখায় ‘জয়ী আলাপন’ নামে একটি বিশেষ মিটিং স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত