নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দায়িত্ব নিয়েই ব্যাংক খাত সংস্কারে হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেই ধারাবাহিকতায় বেশ কিছু ব্যাংকের পর্ষদও তিনি পুনর্গঠন করে দেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আসে নতুন পর্ষদ।
স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং নিজেদের অবস্থান জানাতে গতকাল ব্যাংক দুটির নবগঠিত পর্ষদ প্রতিনিধিরা গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের কর্মকাণ্ড বিষয়ে গভর্নর তাঁদের কাছে জানতে চাইলে পর্ষদ প্রতিনিধিরা কিছু শঙ্কার কথা বলেন। ইঙ্গিত দেন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার অসহযোগিতার। প্রত্যুত্তরে আহসান এইচ মনসুর হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন বোর্ডের কার্যক্রমে কেউ অসহযোগিতা করলে সেখানে যদি ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) থাকেন কিংবা অসহযোগিতাকারী সব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, গতকাল এই অভ্যন্তরীণ বৈঠকে ইউসিবির কর্মকর্তাদের পক্ষে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর জানান, অন্তর্বর্তী সরকার কম সময়ের জন্য। এখন যদি কঠোর পদক্ষেপ নিতে হয়, তখন বাধা এলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের সহযোগিতা থাকবে কি না? যদি সহযোগিতা চলমান থাকে, তবে সামনে কঠোর হস্তে সব অনিয়ম দূর করতে বোর্ড আপসহীন থাকবে; বিশেষ করে যাঁরা ঋণের নামে অর্থ লুট করেছেন, তাঁদের বন্ধকি অর্থ ছাড়াও অন্যান্য সম্পদ জব্দ করা হবে।
আওয়ামী লীগ সরকারের শেষ দিকে দলীয় পরিচয় ব্যবহার করে ব্যাংকটির মালিক এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে মাত্র ৩-৪ দিনেই অন্তত ৪৪০ কোটি ডলার পাচার হয়। এসব উদ্ধারে উদ্যোগ জরুরি। এমন পরিস্থিতিতে কঠোর উদ্যোগ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা সংশোধন করে শতভাগ আইনি সহযোগিতা লাগবে। তখন গভর্নর এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
পর্ষদ প্রতিনিধিরা বলেন, ব্যাংকে অনেক অনিয়ম হয়েছে। বিশাল খেলাপি গোপন করা হয়েছে। খেলাপি ৪-৫ শতাংশ দেখানো হলেও প্রকৃত খেলাপি কয়েক গুণ বেশি হতে পারে। বেশি খেলাপি দেখালে গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে প্রচুর প্রভিশন সংরক্ষণ করতে হবে। এতে ব্যাংকে তারল্যসংকট দেখা দেবে। তবে হিসাব গোপন করলে ব্যাংকের প্রকৃত স্বাস্থ্য বা চিত্র জানা যাবে না। তখন গভর্নর প্রকৃত হিসাব মেনে চলার পরামর্শ দেন। প্রয়োজনে নতুন করে অডিট করার বিষয়েও নির্দেশনা দেন তিনি। এমনকি খেলাপি, বন্ধকি সম্পদসহ সব হিসাব ঠিক করে প্রকৃত ব্যালান্স শিট তৈরির নির্দেশনা দেন। এ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণে ছাড়ের ইঙ্গিতও দেন গভর্নর।
ব্যাংকের পর্ষদ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন পরিচালক মো. তানভীর খান, মো. সাজ্জাদ হোসেন, মো. ইউসুফ আলী ও হিসাববিদ ওবায়দুর রহমান এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।
জানা গেছে, বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পর্ষদ গত ২৭ আগস্ট ভেঙে দেয় কেন্দ্রীয় বাংক। এর আগে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বোন রোকসানা জামান চৌধুরীকে। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান।
অপর একটি সূত্র জানায়, বৈঠকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গভর্নরের কাছে তুলে ধরেন। এ সময় তিনি খেলাপি ঋণ আদায় এবং বন্ধকি সম্পদের হিসাবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। খেলাপি আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিসহায়তা চান। তখন গভর্নর সহযোগিতার আশ্বাস দেন।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিভিন্ন গ্যারান্টি, কমিশন এবং রপ্তানি আয়ের ভর্তুকির অর্থ চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এই অর্থ দ্রুত ফেরত পেলে ব্যাংক পরিচালনা সহজ হবে। আর ঘুরে দাঁড়াতে স্থায়ী আইন এবং নীতিসহায়তা চায় প্রতিনিধিদল।
দায়িত্ব নিয়েই ব্যাংক খাত সংস্কারে হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেই ধারাবাহিকতায় বেশ কিছু ব্যাংকের পর্ষদও তিনি পুনর্গঠন করে দেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আসে নতুন পর্ষদ।
স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং নিজেদের অবস্থান জানাতে গতকাল ব্যাংক দুটির নবগঠিত পর্ষদ প্রতিনিধিরা গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের কর্মকাণ্ড বিষয়ে গভর্নর তাঁদের কাছে জানতে চাইলে পর্ষদ প্রতিনিধিরা কিছু শঙ্কার কথা বলেন। ইঙ্গিত দেন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার অসহযোগিতার। প্রত্যুত্তরে আহসান এইচ মনসুর হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন বোর্ডের কার্যক্রমে কেউ অসহযোগিতা করলে সেখানে যদি ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) থাকেন কিংবা অসহযোগিতাকারী সব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, গতকাল এই অভ্যন্তরীণ বৈঠকে ইউসিবির কর্মকর্তাদের পক্ষে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর জানান, অন্তর্বর্তী সরকার কম সময়ের জন্য। এখন যদি কঠোর পদক্ষেপ নিতে হয়, তখন বাধা এলে কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের সহযোগিতা থাকবে কি না? যদি সহযোগিতা চলমান থাকে, তবে সামনে কঠোর হস্তে সব অনিয়ম দূর করতে বোর্ড আপসহীন থাকবে; বিশেষ করে যাঁরা ঋণের নামে অর্থ লুট করেছেন, তাঁদের বন্ধকি অর্থ ছাড়াও অন্যান্য সম্পদ জব্দ করা হবে।
আওয়ামী লীগ সরকারের শেষ দিকে দলীয় পরিচয় ব্যবহার করে ব্যাংকটির মালিক এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে মাত্র ৩-৪ দিনেই অন্তত ৪৪০ কোটি ডলার পাচার হয়। এসব উদ্ধারে উদ্যোগ জরুরি। এমন পরিস্থিতিতে কঠোর উদ্যোগ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা সংশোধন করে শতভাগ আইনি সহযোগিতা লাগবে। তখন গভর্নর এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
পর্ষদ প্রতিনিধিরা বলেন, ব্যাংকে অনেক অনিয়ম হয়েছে। বিশাল খেলাপি গোপন করা হয়েছে। খেলাপি ৪-৫ শতাংশ দেখানো হলেও প্রকৃত খেলাপি কয়েক গুণ বেশি হতে পারে। বেশি খেলাপি দেখালে গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। পাশাপাশি খেলাপি ঋণের বিপরীতে প্রচুর প্রভিশন সংরক্ষণ করতে হবে। এতে ব্যাংকে তারল্যসংকট দেখা দেবে। তবে হিসাব গোপন করলে ব্যাংকের প্রকৃত স্বাস্থ্য বা চিত্র জানা যাবে না। তখন গভর্নর প্রকৃত হিসাব মেনে চলার পরামর্শ দেন। প্রয়োজনে নতুন করে অডিট করার বিষয়েও নির্দেশনা দেন তিনি। এমনকি খেলাপি, বন্ধকি সম্পদসহ সব হিসাব ঠিক করে প্রকৃত ব্যালান্স শিট তৈরির নির্দেশনা দেন। এ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় খেলাপির বিপরীতে প্রভিশন সংরক্ষণে ছাড়ের ইঙ্গিতও দেন গভর্নর।
ব্যাংকের পর্ষদ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন পরিচালক মো. তানভীর খান, মো. সাজ্জাদ হোসেন, মো. ইউসুফ আলী ও হিসাববিদ ওবায়দুর রহমান এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।
জানা গেছে, বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পর্ষদ গত ২৭ আগস্ট ভেঙে দেয় কেন্দ্রীয় বাংক। এর আগে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বোন রোকসানা জামান চৌধুরীকে। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান।
অপর একটি সূত্র জানায়, বৈঠকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকটির ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গভর্নরের কাছে তুলে ধরেন। এ সময় তিনি খেলাপি ঋণ আদায় এবং বন্ধকি সম্পদের হিসাবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। খেলাপি আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিসহায়তা চান। তখন গভর্নর সহযোগিতার আশ্বাস দেন।
কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিভিন্ন গ্যারান্টি, কমিশন এবং রপ্তানি আয়ের ভর্তুকির অর্থ চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এই অর্থ দ্রুত ফেরত পেলে ব্যাংক পরিচালনা সহজ হবে। আর ঘুরে দাঁড়াতে স্থায়ী আইন এবং নীতিসহায়তা চায় প্রতিনিধিদল।
গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে সব কটির মূল্যসূচক। পাশাপাশি কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডি
৩ ঘণ্টা আগেঊর্ধ্বমুখী বাজার সামলাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও ডিম আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘স্বল্প মেয়াদে আমরা
৫ ঘণ্টা আগেদ্রব্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান।
৬ ঘণ্টা আগেভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এরই মধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং দ্রুতই এটি খালাস করা হবে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম...
৭ ঘণ্টা আগে