সাউথইস্ট ব্যাংকের ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন’ অনুষ্ঠিত

 বিজ্ঞপ্তি 
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৬
Thumbnail image
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ব্যাংক পিএলসি ‘বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৫’ আয়োজন করেছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে এম এ কাশেম বলেন, ‘এজেন্টরা সাউথইস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রবাস থেকে রেমিট্যান্স আনা এবং দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তরে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো অপরিসীম ভূমিকা পালন করে চলেছে। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আমরা এজেন্টদের এই মূল্যবান ভূমিকার প্রতি কৃতজ্ঞ এবং তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

সম্মেলনে সারা দেশের সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ১৩২টি আউটলেটের সব স্বত্বাধিকারী অংশ নেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ছাড়াও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৪ সালের সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ ২০২১ সালের মার্চে যাত্রা শুরু করে। সাউথইস্ট ব্যাংক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল ব্যাংকিংসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং-সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেও ব্যাংকিং-সেবা দিয়ে চলেছে।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’-এর মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রচলিত ব্যাংকিং-সেবার পাশাপাশি ‘তিজারাহ’-ইসলামিক ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলো দেওয়া হয়। এ ছাড়া গ্রাহকেরা এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএনের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স-সেবা গ্রহণ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিঋণ, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তাঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং-সেবা নিতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব গ্রাহকের কাছে সহজে ব্যাংকিং-সেবা পৌঁছে দেওয়াই সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং-সেবা ‘স্বাগতম’-এর লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত