Ajker Patrika

৬ পয়েন্ট ফিফা কেটে রাখার পরও কোয়ার্টার ফাইনালে কানাডা

ক্রীড়া ডেস্ক
৬ পয়েন্ট ফিফা কেটে রাখার পরও কোয়ার্টার ফাইনালে কানাডা

কোয়ার্টার ফাইনালে জেতে হলে কানাডা নারী ফুটবল দলের জয়ের কোনো বিকল্পই ছিল না। কারণ প্যারিস অলিম্পিকে ড্রোন কাণ্ডে গুপ্তচরবৃত্তির দায়ে ফিফা আগে থেকেই ৬ পয়েন্ট কেটে নেয় তাদের থেকে। ৬ পয়েন্টের ঘাটতি নিয়ে কানাডা গত রাতে কলম্বিয়াকে হারিয়ে নারী অলিম্পিকের শেষ আটে উঠেছে কানাডা।

৬ পয়েন্ট কেটে নেওয়ায় ফিফার বিরুদ্ধে আপিলও করেছিল কানাডা। তাতে অবশ্য উপকার হয়নি কানাডা নারী ফুটবল দলের। প্রথম দুই ম্যাচ জয়ের পরও তাদের পয়েন্ট থাকে শূন্য। ‘শূন্য হস্তেই’ নিস স্টেডিয়ামে কানাডা নারী ফুটবল দল গত রাতে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে।  প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর ৬১ মিনিটে গোলের দেখা পায় কানাডা।জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে গোলটি করেন  কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জাইলস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কানাডা। জার্মানির বিপক্ষে পরশু শেষ আটে মুখোমুখি হবে কানাডা।

কানাডা নারী ফুটবল দল ৩ পয়েন্ট পেলেও ৩ ম্যাচের ৩টিতেই জিতেছে। নিউজিল্যান্ড, ফ্রান্স দুই দলের বিপক্ষেই ২-১ ব্যবধানে জিতেছে কানাডা। ৬ পয়েন্ট ঘাটতি থাকায় ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল কানাডা। ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ আট নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় মূলত বাদ পড়েছে কলম্বিয়া। কানাডা ও কলম্বিয়ার গোল ব্যবধান ‍+৩ ও ০। অপর দল নিউজিল্যান্ড ৩ ম্যাচের তিনটিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

কানাডার ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা ২২ জুলাইয়ের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এর পরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। এমন ঘটনার পরপরই চাকরিচ্যুত হয়েছেন কানাডা নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যান। ফিফার থেকে এক বছরের নিষেধাজ্ঞাও তিনি পেয়েছেন। একই সঙ্গে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৬৫ লাখ টাকা।

আরও পড়ুন:

  • ফিফার বিরুদ্ধে এবার আপিল করল কানাডা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত