ফারুক মেহেদী
বাজেটের মূল চ্যালেঞ্জ কী কী?
ড. এম মশরুর রিয়াজ: কোভিডের কারণে সারা বিশ্বের মতো আমাদের অর্থনীতিও চাপে আছে। এবারের বাজেটটা যে পরিপ্রেক্ষিতে দেওয়া হচ্ছে, তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা করা। বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে আমাদেরও এই ধাক্কা সামলাতে হচ্ছে। আগামী ছয় থেকে আট মাস মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী বেশ ঊর্ধ্বমুখী থাকবে। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে খাদ্যপণ্য, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং জ্বালানি আমাদের চলতি বছরজুড়ে ভোগাবে। শিল্প খাতেও এই মূল্যস্ফীতির ঢেউ আছড়ে পড়বে। ফলে কাঁচামালের দাম বাড়বে, সেই সঙ্গে বাড়বে উৎপাদন খরচ। এই বিষয়গুলো ব্যবস্থাপনা করাই সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয় হবে।
স্বল্প আয়ের মানুষের জন্য বাজেটে কী ব্যবস্থা চাইছেন?
ড. এম মশরুর রিয়াজ: মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষ এমনিতেই চাপে আছে। এই বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যপণ্যে আর্থিক সহায়তামূলক প্যাকেজ থাকতে হবে। সরকার ভর্তুকি মূল্যে যে খাদ্যসামগ্রী দিচ্ছে, তার আকার আরও বাড়াতে হবে এবং একই সঙ্গে আর্থিক সাহায্য প্রকল্প স্বল্প সময়ের জন্য হলেও চলমান রাখতে হবে।
জ্বালানি পণ্যে ভর্তুকি নিয়ে আপনার পরামর্শ কী?
ড. এম মশরুর রিয়াজ: কোভিড-পরবর্তী বিশ্ব অর্থনীতি একসঙ্গে সচল হওয়ার কারণে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। ভবিষ্যতে আরও বাড়তে পারে। বর্তমান বাস্তবতায় জ্বালানি তেল আমদানিতে সরকারের ব্যয় কয়েক গুণ বাড়বে। তবে সরকারের উচিত হবে না জ্বালানির মূল্য আগামী ছয় মাসে বাড়ানো। জ্বালানি পণ্যের দাম বাড়ালে এর প্রভাব পড়বে কৃষিজে পণ্য উৎপাদনে। কৃষি উৎপাদনে খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এই বাজেটে জ্বালানির জন্য বাড়তি ভর্তুকি সরকারকে দিতেই হবে। একই সঙ্গে সার, ডিজেলের ভর্তুকিও অব্যাহত থাকতে হবে। কৃষিপণ্যের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট খাতগুলোর যাতে দাম না বাড়ে, এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
ডলারের সংকট কাটানোর উপায় কী?
ড. এম মশরুর রিয়াজ: ডলারের দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামালের প্রায় সবই আমদানি করতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় একটা অংশ আমাদের আমদানি করতে হয়। পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হয়। এই পণ্যগুলোর আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে এবং করোনা-পরবর্তী অর্থনীতি সব জায়গায় একযোগে চালু হওয়ার কারণে আমাদের আমদানি ব্যয় বেড়ে গেছে। আমদানি ব্যয় যা বেড়েছে, তা আমাদের রেমিট্যান্স ও রপ্তানি আয় দিয়ে পেরে উঠছে না। তাই ডলারের দাম বাড়ছে। ডলারের চাহিদা কমাতে হলে সরকারকে বিলাসবহুল অপ্রচলিত পণ্যের ওপর আরও বেশি হারে ভ্যাট আরোপ করতে হবে।
টাকার মান বাড়াতে ব্যাংকের সুদের হারে কি পরিবর্তন আনা দরকার?
ড. এম মশরুর রিয়াজ: টাকার মান ধরে রাখতে সরকারকে ব্যাংকের সুদের হার বাড়াতে হবে। বর্তমান ৯ শতাংশ সুদের হারের কারণে ডলারের বিপরীতে আমরা টাকার মান হারাচ্ছি। সুদের হার বাড়লে আন্তর্জাতিক বাজারে টাকা আরও বেশি আকর্ষণীয় হবে। এবারের বাজেটে রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ হারে দেওয়া প্রণোদনা কমিয়ে বরং ডলারের বিপরীতে টাকার মান বাড়ালে সুফল বেশি আসবে। রেমিট্যান্সে ভর্তুকি না দিয়ে নিম্ন আয়ের মানুষকে দিলে আরও বেশি ফলপ্রসূ হবে। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও বেশি সহজলভ্য করতে হবে, যাতে আমাদের ডলারের প্রবাহটা বাড়ে।
রপ্তানি বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
ড. এম মশরুর রিয়াজ: আগামীতে উৎপাদন খরচ আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অর্থনীতিতে মন্দা আসার আশঙ্কা আছে। ইউরোপে মন্দা দেখা দিলে আমাদের রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। রপ্তানিশিল্পে জড়িত খাতকে আরও বেশি প্রণোদনা দিতে হবে। পোশাক রপ্তানির ওপর যেমন ১২ শতাংশ ট্যাক্স আরোপ করা হচ্ছে, তা সব রপ্তানি পণ্যের ক্ষেত্রে সমান করতে হবে। আমাদের রপ্তানি খাতকে সব দিক দিয়ে সাহায্য করতে হবে।
কর্মসংস্থান সৃষ্টিতে কী পদক্ষেপ নেওয়া যায়?
ড. এম মশরুর রিয়াজ: কোভিডের কারণে অনেকের চাকরি চলে গেছে। আমরা কোভিড-পরবর্তী ভালোই করছিলাম। এর মধ্যে চলে এসেছে বৈশ্বিক টালমাটাল অবস্থা। কোভিডের কারণে যেসব জায়গায় কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা দিতে হবে, যাতে তারা আবারও কর্মসংস্থান তৈরি করতে পারে।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
এই সম্পর্কিত পড়ুন:
বাজেটের মূল চ্যালেঞ্জ কী কী?
ড. এম মশরুর রিয়াজ: কোভিডের কারণে সারা বিশ্বের মতো আমাদের অর্থনীতিও চাপে আছে। এবারের বাজেটটা যে পরিপ্রেক্ষিতে দেওয়া হচ্ছে, তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা করা। বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে আমাদেরও এই ধাক্কা সামলাতে হচ্ছে। আগামী ছয় থেকে আট মাস মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী বেশ ঊর্ধ্বমুখী থাকবে। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে খাদ্যপণ্য, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী এবং জ্বালানি আমাদের চলতি বছরজুড়ে ভোগাবে। শিল্প খাতেও এই মূল্যস্ফীতির ঢেউ আছড়ে পড়বে। ফলে কাঁচামালের দাম বাড়বে, সেই সঙ্গে বাড়বে উৎপাদন খরচ। এই বিষয়গুলো ব্যবস্থাপনা করাই সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয় হবে।
স্বল্প আয়ের মানুষের জন্য বাজেটে কী ব্যবস্থা চাইছেন?
ড. এম মশরুর রিয়াজ: মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে নিম্ন আয়ের মানুষ এমনিতেই চাপে আছে। এই বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্যপণ্যে আর্থিক সহায়তামূলক প্যাকেজ থাকতে হবে। সরকার ভর্তুকি মূল্যে যে খাদ্যসামগ্রী দিচ্ছে, তার আকার আরও বাড়াতে হবে এবং একই সঙ্গে আর্থিক সাহায্য প্রকল্প স্বল্প সময়ের জন্য হলেও চলমান রাখতে হবে।
জ্বালানি পণ্যে ভর্তুকি নিয়ে আপনার পরামর্শ কী?
ড. এম মশরুর রিয়াজ: কোভিড-পরবর্তী বিশ্ব অর্থনীতি একসঙ্গে সচল হওয়ার কারণে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে। ভবিষ্যতে আরও বাড়তে পারে। বর্তমান বাস্তবতায় জ্বালানি তেল আমদানিতে সরকারের ব্যয় কয়েক গুণ বাড়বে। তবে সরকারের উচিত হবে না জ্বালানির মূল্য আগামী ছয় মাসে বাড়ানো। জ্বালানি পণ্যের দাম বাড়ালে এর প্রভাব পড়বে কৃষিজে পণ্য উৎপাদনে। কৃষি উৎপাদনে খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এই বাজেটে জ্বালানির জন্য বাড়তি ভর্তুকি সরকারকে দিতেই হবে। একই সঙ্গে সার, ডিজেলের ভর্তুকিও অব্যাহত থাকতে হবে। কৃষিপণ্যের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট খাতগুলোর যাতে দাম না বাড়ে, এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
ডলারের সংকট কাটানোর উপায় কী?
ড. এম মশরুর রিয়াজ: ডলারের দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের শিল্পকারখানায় ব্যবহৃত কাঁচামালের প্রায় সবই আমদানি করতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বড় একটা অংশ আমাদের আমদানি করতে হয়। পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হয়। এই পণ্যগুলোর আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে এবং করোনা-পরবর্তী অর্থনীতি সব জায়গায় একযোগে চালু হওয়ার কারণে আমাদের আমদানি ব্যয় বেড়ে গেছে। আমদানি ব্যয় যা বেড়েছে, তা আমাদের রেমিট্যান্স ও রপ্তানি আয় দিয়ে পেরে উঠছে না। তাই ডলারের দাম বাড়ছে। ডলারের চাহিদা কমাতে হলে সরকারকে বিলাসবহুল অপ্রচলিত পণ্যের ওপর আরও বেশি হারে ভ্যাট আরোপ করতে হবে।
টাকার মান বাড়াতে ব্যাংকের সুদের হারে কি পরিবর্তন আনা দরকার?
ড. এম মশরুর রিয়াজ: টাকার মান ধরে রাখতে সরকারকে ব্যাংকের সুদের হার বাড়াতে হবে। বর্তমান ৯ শতাংশ সুদের হারের কারণে ডলারের বিপরীতে আমরা টাকার মান হারাচ্ছি। সুদের হার বাড়লে আন্তর্জাতিক বাজারে টাকা আরও বেশি আকর্ষণীয় হবে। এবারের বাজেটে রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ হারে দেওয়া প্রণোদনা কমিয়ে বরং ডলারের বিপরীতে টাকার মান বাড়ালে সুফল বেশি আসবে। রেমিট্যান্সে ভর্তুকি না দিয়ে নিম্ন আয়ের মানুষকে দিলে আরও বেশি ফলপ্রসূ হবে। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও বেশি সহজলভ্য করতে হবে, যাতে আমাদের ডলারের প্রবাহটা বাড়ে।
রপ্তানি বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
ড. এম মশরুর রিয়াজ: আগামীতে উৎপাদন খরচ আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অর্থনীতিতে মন্দা আসার আশঙ্কা আছে। ইউরোপে মন্দা দেখা দিলে আমাদের রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। রপ্তানিশিল্পে জড়িত খাতকে আরও বেশি প্রণোদনা দিতে হবে। পোশাক রপ্তানির ওপর যেমন ১২ শতাংশ ট্যাক্স আরোপ করা হচ্ছে, তা সব রপ্তানি পণ্যের ক্ষেত্রে সমান করতে হবে। আমাদের রপ্তানি খাতকে সব দিক দিয়ে সাহায্য করতে হবে।
কর্মসংস্থান সৃষ্টিতে কী পদক্ষেপ নেওয়া যায়?
ড. এম মশরুর রিয়াজ: কোভিডের কারণে অনেকের চাকরি চলে গেছে। আমরা কোভিড-পরবর্তী ভালোই করছিলাম। এর মধ্যে চলে এসেছে বৈশ্বিক টালমাটাল অবস্থা। কোভিডের কারণে যেসব জায়গায় কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তা দিতে হবে, যাতে তারা আবারও কর্মসংস্থান তৈরি করতে পারে।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
এই সম্পর্কিত পড়ুন:
ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির সঙ্গে টোটালএনার্জির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আদানি এখন ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত। এতে টোটালএনার্জির সামনে নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে।
৩ ঘণ্টা আগেগত ১৫ বছরে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ৮ বিমানবন্দর ঘিরে নেওয়া হয় ১৫টি উন্নয়ন প্রকল্প। যাত্রীধারণ সক্ষমতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে নেওয়া এসব প্রকল্পে ব্যয় ধরা ছিল প্রায় ৩২ হাজার কোটি টাকা। তবে নকশায় ভুল, সংযোজন-বিয়োজনসহ নানা কারণে কাজ শুধু পিছিয়েই গেছে। এতে দফায় দফায় বেড়েছে ব্যয়।
৩ ঘণ্টা আগেস্কয়ার হাসপাতাল ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) ’ উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে। গত ২০ নভেম্বর এই কর্মসূচি পালন করা হয়।
৪ ঘণ্টা আগেটি কে গ্রুপের তত্ত্বাবধানে শুরু হচ্ছে পুষ্টি ‘ভার্সেস অব লাইট’ হিফজুল কোরআন প্রতিযোগিতা। গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। টি কে গ্রুপ আয়োজিত এই প্রতিযোগিতা দেশের উদীয়মান তরুণ-কিশোর হাফেজদের অসাধারণ প্রতিভা ও কোরআন তিলাওয়াতের দক্ষতাকে সম্ম
৪ ঘণ্টা আগে