নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নিজের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর জন্য বিজিএমইএ নেতাদের পরামর্শ দিয়েছেন। সংগঠনটি মনে করেছে আগামী তিন বছরের মধ্যে তৈরি পোশাক খাত এক শ বিলিয়নের শিল্পে পরিণত হবে।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ। বিকেল ৪টার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বিদেশি যে ক্রেতা রয়েছে, তাদের মধ্যেও ইতিবাচক মানসিকতা ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী।
তিনি বলেন, ‘উনি নিজেই একটা ব্র্যান্ড নেম। উনি আসাতে ক্রেতাদের মধ্যে চরম আস্থা ফিরে এসেছে। সেই আস্থা কাজে লাগিয়ে আমরা আমাদের রপ্তানির আদেশ বাড়াতে চাই। সে জন্য আমরা সচেষ্ট থাকব। উনি কথা দিয়েছেন এ ব্যাপারে কিছু টুইট করে আমাদের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকবেন।’
বিজিএমইএ পরিচালক শোভন বলেন, ‘উনি (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস) বলেছেন দেশের পরিস্থিতি দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের গার্মেন্টস সেক্টর একটা চালিকাশক্তি। এই চালিকাশক্তি যেন সচল থাকে। আমাদের প্রতি ওনার আস্থা আছে। আমরা যেন সম্পূর্ণভাবে চেষ্টা করি। রপ্তানি বাড়াতে ওনার যে ব্র্যান্ড ইমেজ সেটাকে কাজে লাগাই।’
বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম বলেন, ‘বিজিএমইএ পর্ষদ ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে দেখা করেছেন। আমাদের সহসভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। খুব স্বল্প সময়ের নোটিশে এটা আমরা করেছি।’
নিজেদের তেমন দাবিদাওয়া ছিল না জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘তার ওপর আমরা আস্থা জ্ঞাপন করার জন্য এখানে এসেছিলাম। আমাদের সেক্টরটি বহুদিন পর সচল হয়েছে। এত দিন আমরা লসের সম্মুখীন হয়েছিলাম। সেক্টরটি যে সচল হলো সেটিই তাকে জানাতে এসেছিলাম। আমাদের জরুরি ভিত্তিতে ও দীর্ঘ মেয়াদে কিছু দরকার রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি।’
তিনি বলেন, ‘বিশেষ করে এই মুহূর্তে এক মাসের বেতন ও কিছু অর্থনৈতিক দরকারে তাঁর কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। তা ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিদ্যুৎ, গ্যাসসহ সবকিছুর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছি। এই টাস্কফোর্স যাতে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে। তারা যেন বিজিএমইএ মালিকদের সমন্বয়ে কাজ করতে পারে।’
বিজিএমইএর এই পরিচালক আরও বলেন, ‘বর্তমানে আমাদের এই ইন্ডাস্ট্রি ৪২ থেকে ৪৭ বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি, এটিকে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি, সেই পরিকল্পনার কথা আমরা তাঁকে জানিয়েছি এবং সহযোগিতা চেয়েছি।’
বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা বৃহত্তর পরিবেশ নিয়ে আলাপ করেছি। আমাদের বিদ্যুৎ এবং তারল্য সংকট নিয়ে তাঁর সহায়তা চেয়েছি। উনি আশ্বাস দিয়েছেন ওনার সাধ্যমতো যা করার উনি চেষ্টা করবেন।’
বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এস এম মান্নান কচি পলাতক অবস্থায় আছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন কে এম রফিকুল ইসলাম।
বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের দাবিতে ৭ আগস্ট বিজিএমইএতে বিজিএমইএর ‘বিতর্কিত প্রেসিডেন্ট’ এস এম মান্নান কচিকে না পেয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস নিজের ব্র্যান্ড ইমেজ কাজে লাগানোর জন্য বিজিএমইএ নেতাদের পরামর্শ দিয়েছেন। সংগঠনটি মনে করেছে আগামী তিন বছরের মধ্যে তৈরি পোশাক খাত এক শ বিলিয়নের শিল্পে পরিণত হবে।
আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ। বিকেল ৪টার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক শোভন ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বিদেশি যে ক্রেতা রয়েছে, তাদের মধ্যেও ইতিবাচক মানসিকতা ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী।
তিনি বলেন, ‘উনি নিজেই একটা ব্র্যান্ড নেম। উনি আসাতে ক্রেতাদের মধ্যে চরম আস্থা ফিরে এসেছে। সেই আস্থা কাজে লাগিয়ে আমরা আমাদের রপ্তানির আদেশ বাড়াতে চাই। সে জন্য আমরা সচেষ্ট থাকব। উনি কথা দিয়েছেন এ ব্যাপারে কিছু টুইট করে আমাদের ব্র্যান্ড ইমেজকে উন্নত করার ব্যাপারে সচেষ্ট থাকবেন।’
বিজিএমইএ পরিচালক শোভন বলেন, ‘উনি (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস) বলেছেন দেশের পরিস্থিতি দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের গার্মেন্টস সেক্টর একটা চালিকাশক্তি। এই চালিকাশক্তি যেন সচল থাকে। আমাদের প্রতি ওনার আস্থা আছে। আমরা যেন সম্পূর্ণভাবে চেষ্টা করি। রপ্তানি বাড়াতে ওনার যে ব্র্যান্ড ইমেজ সেটাকে কাজে লাগাই।’
বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম বলেন, ‘বিজিএমইএ পর্ষদ ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে দেখা করেছেন। আমাদের সহসভাপতি ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। খুব স্বল্প সময়ের নোটিশে এটা আমরা করেছি।’
নিজেদের তেমন দাবিদাওয়া ছিল না জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘তার ওপর আমরা আস্থা জ্ঞাপন করার জন্য এখানে এসেছিলাম। আমাদের সেক্টরটি বহুদিন পর সচল হয়েছে। এত দিন আমরা লসের সম্মুখীন হয়েছিলাম। সেক্টরটি যে সচল হলো সেটিই তাকে জানাতে এসেছিলাম। আমাদের জরুরি ভিত্তিতে ও দীর্ঘ মেয়াদে কিছু দরকার রয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি।’
তিনি বলেন, ‘বিশেষ করে এই মুহূর্তে এক মাসের বেতন ও কিছু অর্থনৈতিক দরকারে তাঁর কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। তা ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিদ্যুৎ, গ্যাসসহ সবকিছুর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছি। এই টাস্কফোর্স যাতে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে। তারা যেন বিজিএমইএ মালিকদের সমন্বয়ে কাজ করতে পারে।’
বিজিএমইএর এই পরিচালক আরও বলেন, ‘বর্তমানে আমাদের এই ইন্ডাস্ট্রি ৪২ থেকে ৪৭ বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি, এটিকে আমরা দুই থেকে তিন বছরের মধ্যে ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি, সেই পরিকল্পনার কথা আমরা তাঁকে জানিয়েছি এবং সহযোগিতা চেয়েছি।’
বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আমরা বৃহত্তর পরিবেশ নিয়ে আলাপ করেছি। আমাদের বিদ্যুৎ এবং তারল্য সংকট নিয়ে তাঁর সহায়তা চেয়েছি। উনি আশ্বাস দিয়েছেন ওনার সাধ্যমতো যা করার উনি চেষ্টা করবেন।’
বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এস এম মান্নান কচি পলাতক অবস্থায় আছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন কে এম রফিকুল ইসলাম।
বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন নির্বাচনের দাবিতে ৭ আগস্ট বিজিএমইএতে বিজিএমইএর ‘বিতর্কিত প্রেসিডেন্ট’ এস এম মান্নান কচিকে না পেয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এম রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
আট দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়ল। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় মূল্যমান ধাতুটির দাম বাড়ানো হয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাচার হওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন। বিগত সময়ে বিভিন্নভাবে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার সাংবাদিক
৪ ঘণ্টা আগেযশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ ডিম। গতকাল বুধবার দুপুরে ডিমের এ চালানটি কাস্টমস থেকে ছাড় করান আমদানিকারক হাইড্রোল্যান্ড সল্যুশন।
৪ ঘণ্টা আগেপুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে