ট্রাম্পের এক পোস্টে কোম্পানির মূলধন বাড়ল ৮৬ কোটি ডলার

অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়েছে। কিন্তু তিনি বিজয়ী হওয়ার পর শেয়ার বিক্রি করে দেবেন বলে গুঞ্জনের মধ্যে বেশ দরপতন হয়। তবে ট্রাম্পের এক পোস্টেই শেয়ারের দর ঘুরে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার দুপুর নাগাদ মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম ১৬ শতাংশের বেশি বেড়ে ৩২ ডলার ছাড়িয়ে যায়। দিনের লেনদেন শেষ হতে আরো কয়েক ঘণ্টা বাকি। দুপুর পর্যন্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৮৬ কোটি ডলারের বেশি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি ডাহা মিথ্যা। আমার শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা নেই! বাজারে প্রভাব বিস্তারকারী বা শর্ট সেলাররা এমনটি করে থাকতে পারেন।’

ট্রাম্প তাঁর হাতে থাকা কোম্পানির শেয়ার বিক্রির পরিকল্পনা নেই বলে জানানোর পরপরই শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়। অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে এক পর্যায়ে শেয়ারের লেনদেন স্থগিত হয়।

অথচ আগের দিন বৃহস্পতিবার শেয়ারটির দরপতন হয়েছিল। ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে গেলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিয়েছিল। তবে, নির্বাচনের পরের দিন শেয়ারটির দাম ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়।

ট্রাম্প ও কমলা হ্যারিসের ভোটের পার্থক্য খুব বেশি না হলেও অনলাইন বেটিং মার্কেট ট্রাম্পের পক্ষে ছিল। ফলে বিনিয়োগকারীরা ট্রাম্পকে সমর্থন করেছিলেন। নির্বাচনের ছয় সপ্তাহ আগে ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছিল।

আজ শুক্রবার সকালে কোম্পানির মোট বাজার মূলধন ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মোট শেয়ার ২১ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ৪৪৮। এর মধ্যে ট্রাম্পের হাতে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১১ কোটি ৫০ লাখ শেয়ার, যার বাজার মূল্য ৩৫০ কোটি ডলারের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত