অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়েছে। কিন্তু তিনি বিজয়ী হওয়ার পর শেয়ার বিক্রি করে দেবেন বলে গুঞ্জনের মধ্যে বেশ দরপতন হয়। তবে ট্রাম্পের এক পোস্টেই শেয়ারের দর ঘুরে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার দুপুর নাগাদ মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম ১৬ শতাংশের বেশি বেড়ে ৩২ ডলার ছাড়িয়ে যায়। দিনের লেনদেন শেষ হতে আরো কয়েক ঘণ্টা বাকি। দুপুর পর্যন্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৮৬ কোটি ডলারের বেশি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি ডাহা মিথ্যা। আমার শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা নেই! বাজারে প্রভাব বিস্তারকারী বা শর্ট সেলাররা এমনটি করে থাকতে পারেন।’
ট্রাম্প তাঁর হাতে থাকা কোম্পানির শেয়ার বিক্রির পরিকল্পনা নেই বলে জানানোর পরপরই শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়। অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে এক পর্যায়ে শেয়ারের লেনদেন স্থগিত হয়।
অথচ আগের দিন বৃহস্পতিবার শেয়ারটির দরপতন হয়েছিল। ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে গেলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিয়েছিল। তবে, নির্বাচনের পরের দিন শেয়ারটির দাম ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়।
ট্রাম্প ও কমলা হ্যারিসের ভোটের পার্থক্য খুব বেশি না হলেও অনলাইন বেটিং মার্কেট ট্রাম্পের পক্ষে ছিল। ফলে বিনিয়োগকারীরা ট্রাম্পকে সমর্থন করেছিলেন। নির্বাচনের ছয় সপ্তাহ আগে ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছিল।
আজ শুক্রবার সকালে কোম্পানির মোট বাজার মূলধন ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মোট শেয়ার ২১ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ৪৪৮। এর মধ্যে ট্রাম্পের হাতে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১১ কোটি ৫০ লাখ শেয়ার, যার বাজার মূল্য ৩৫০ কোটি ডলারের বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়েছে। কিন্তু তিনি বিজয়ী হওয়ার পর শেয়ার বিক্রি করে দেবেন বলে গুঞ্জনের মধ্যে বেশ দরপতন হয়। তবে ট্রাম্পের এক পোস্টেই শেয়ারের দর ঘুরে দাঁড়িয়েছে।
আজ শুক্রবার দুপুর নাগাদ মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম ১৬ শতাংশের বেশি বেড়ে ৩২ ডলার ছাড়িয়ে যায়। দিনের লেনদেন শেষ হতে আরো কয়েক ঘণ্টা বাকি। দুপুর পর্যন্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৮৬ কোটি ডলারের বেশি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি ডাহা মিথ্যা। আমার শেয়ার বিক্রি করার কোনো ইচ্ছা নেই! বাজারে প্রভাব বিস্তারকারী বা শর্ট সেলাররা এমনটি করে থাকতে পারেন।’
ট্রাম্প তাঁর হাতে থাকা কোম্পানির শেয়ার বিক্রির পরিকল্পনা নেই বলে জানানোর পরপরই শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়। অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে এক পর্যায়ে শেয়ারের লেনদেন স্থগিত হয়।
অথচ আগের দিন বৃহস্পতিবার শেয়ারটির দরপতন হয়েছিল। ট্রাম্পের দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে গেলে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিয়েছিল। তবে, নির্বাচনের পরের দিন শেয়ারটির দাম ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়।
ট্রাম্প ও কমলা হ্যারিসের ভোটের পার্থক্য খুব বেশি না হলেও অনলাইন বেটিং মার্কেট ট্রাম্পের পক্ষে ছিল। ফলে বিনিয়োগকারীরা ট্রাম্পকে সমর্থন করেছিলেন। নির্বাচনের ছয় সপ্তাহ আগে ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছিল।
আজ শুক্রবার সকালে কোম্পানির মোট বাজার মূলধন ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মোট শেয়ার ২১ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ৪৪৮। এর মধ্যে ট্রাম্পের হাতে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১১ কোটি ৫০ লাখ শেয়ার, যার বাজার মূল্য ৩৫০ কোটি ডলারের বেশি।
আওয়ামী লীগ সরকারের সময় দেশে যে উন্নয়নের প্রচার করা হতো, তা দেশে-বিদেশে প্রশংসা কুড়ালেও প্রকৃতপক্ষে একটি ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করা হয়েছিল। উন্নয়নের বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্তত ২৮ রকম উপায়ে দুর্নীতি সংঘটনের তথ্য খুঁজে পেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশের সাতটি মেগা প্র
৪ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনেছে। এ নিয়ে বেশ চাপে রয়েছে তারা। এরই মধ্যে তারা কেনিয়ায় দুটি প্রকল্প হারিয়েছে। শ্রীলঙ্কা চুক্তি পুনর্বিবেচনা করছে। তাদের অন্যতম সহযোগী ফ্রান্সের টোটালএনার্জিস বিনিয়োগ স্থগিত করেছে। বাংলাদেশ সরকারও আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্
৫ ঘণ্টা আগেতারল্যসংকট কাটাতে দুর্বল কয়েকটি ব্যাংককে এরই মধ্যে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারপরও ব্যাংকে গিয়ে চাহিদামতো টাকা পাচ্ছেন না গ্রাহকেরা। কিছু গ্রাহক অভিযোগ করেছেন, চিকিৎসা খরচ, সন্তানের শিক্ষাব্যয় এবং হজে যাওয়ার মতো প্রয়োজন মেটাতেও টাকা তুলতে পারছেন না তাঁরা।
৫ ঘণ্টা আগেসিলেটের জকিগঞ্জ, সুতারকান্দি ও জুড়িসহ প্রায় সবগুলো শুল্ক স্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) সনাতনী ঐক্য মঞ্চের নেতাকর্মীরা। আজ সোমবার রাতে জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ
১৪ ঘণ্টা আগে