নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার আরও বৈদেশিক ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনাকে অবান্তর বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ঋণ নেয় আবার রাষ্ট্রই ঋণ পরিশোধ করে। ব্যক্তি কখনো ঋণ পরিশোধ করে না। আমরা ঋণ আরও নেব। ঋণ নেওয়া তো ব্যবসা করার মতোই। আমরা হিসাব করেই ঋণ নিই। বাংলাদেশ হিসাব করতে দক্ষ। সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য করা হয় না, করা হয় সেবার জন্য। ক্ষতি দেখে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে না।’
আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু।
সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী ১০০ বছরের পরিকল্পনা করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সব খাত অন্তর্ভুক্ত করেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশ অত্যন্ত পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে। উই হেভ অ্যা ড্রিম, ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব।’
পদ্মা সেতু নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যরা সমালোচনা করেই যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, নানান পরিসংখ্যান দেখাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত অর্থনীতিবিদদের কথা শোনেন না। তাঁদের কথা শুনলে পদ্মা সেতু হতো না।’
তবে এ দেশের শিক্ষা খাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের ২৫০টি দেশের মধ্যে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অথচ দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েই চলছে। আমরা দেশেই বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না।’
সরকার আরও বৈদেশিক ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনাকে অবান্তর বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ঋণ নেয় আবার রাষ্ট্রই ঋণ পরিশোধ করে। ব্যক্তি কখনো ঋণ পরিশোধ করে না। আমরা ঋণ আরও নেব। ঋণ নেওয়া তো ব্যবসা করার মতোই। আমরা হিসাব করেই ঋণ নিই। বাংলাদেশ হিসাব করতে দক্ষ। সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য করা হয় না, করা হয় সেবার জন্য। ক্ষতি দেখে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে না।’
আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু।
সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী ১০০ বছরের পরিকল্পনা করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সব খাত অন্তর্ভুক্ত করেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশ অত্যন্ত পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে। উই হেভ অ্যা ড্রিম, ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব।’
পদ্মা সেতু নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যরা সমালোচনা করেই যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, নানান পরিসংখ্যান দেখাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত অর্থনীতিবিদদের কথা শোনেন না। তাঁদের কথা শুনলে পদ্মা সেতু হতো না।’
তবে এ দেশের শিক্ষা খাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের ২৫০টি দেশের মধ্যে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অথচ দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েই চলছে। আমরা দেশেই বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না।’
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৩ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৪ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৪ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগে