রাজনৈতিক পরিস্থিতি রাজস্ব আয়ের জন্য অনুকূল নয়: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেছেন, ‘এটা নির্বাচনের বছর। ডলারেরও সংকট চলছে। আমদানি কমে গেছে; ব্যবসার গতি কমে গেছে। ফলে এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান। 

চলতি অর্থবছরের ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এ সময়ের মধ্যে সবাইকে কর আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে করদাতা করসেবা মাস পালন করবে এনবিআর। ওই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজস্ব আয়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। 

তিনি বলেন, ‘আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাসজুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া ই–পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করবে এনবিআর। এবারের আয়কর দিবসের প্রতিপাদ্য—কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগান ঠিক করা হয়েছে এমন—আমরা বদলে যাব, আমরা বদলে দেব। 

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০২২–২৩ অর্থবছর পর্যন্ত টিআইএন–ধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন।’

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘প্রয়োজনে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়, কিন্তু তাঁদের সবার আয়কর প্রযোজ্য নয়। এ কারণে টিআইএনের সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়। তবে এনবিআর ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত