নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
পণ্যের মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআইকে আন্তর্জাতিক মানের হতে হবে। ৫২তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা গেলে পণ্য রপ্তানি অনেক সহায়ক হবে। বিশ্ববাজারকে আমাদের ধরতে হবে। এখানে একটি আন্তর্জাতিক পরীক্ষাগার করা হবে, সেখানে মেধাসম্পন্নদের কাজে লাগাতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিতে মানসম্পন্ন পণ্য নিয়ে আমাদের লড়াই করতে হবে। শুধু রোজা ও ঈদ এলে বিএসটিআই দু-একটি পানি প্রতিষ্ঠানকে ধরবে, এটা আমরা চাই না। বহির্বিশ্বে আমাদের পণ্যের বাজার ধরতে হবে। এর জন্য বিএসটিআইয়ের ব্যাপ্তি বাড়াতে হবে।
শিল্পসচিব জাকিয়া সুলতানা তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআইয়ের কাজকে আরও জোরদার করতে হবে। পণ্যের মানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিএসটিআইতে বিশ্বমানের একটি পরীক্ষাগার তৈরি করতে হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে কিছু ল্যাবরেটরি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
শিল্পসচিব বলেন, বিশ্বমানের পণ্য রপ্তানির ক্ষেত্রে অনেক অর্থ পরীক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে। এ জন্য দেশি একটি আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণ করা হবে। খাদ্য ও খাদ্যে ভেজাল এবং ওজনে কম দেওয়া—এটার শাস্তি দিয়ে শেষ করা যাবে না। ভেজাল পণ্য উৎপাদনকারী সবাইকে শাস্তির আওতায় আনতে হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পরীক্ষার জন্য অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। যদি বিএসটিআইতে আন্তর্জাতিক একটি ল্যাবরেটরি স্থাপন করা যায়, তাহলে ব্যবসায়ীরা অনেক সাশ্রয়ী মূল্যে এখান থেকে পরীক্ষা করে পণ্য রপ্তানি করতে পারবেন। বিশেষ করে খাদ্যপণ্যের অপার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাময় এসব পণ্য রপ্তানি করতে নানান ধরনের সনদের প্রয়োজন হয়। বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন করা গেলে অনেক বাধাই দূর হবে।
ঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১ মিনিট আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৩৪ মিনিট আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
১ ঘণ্টা আগেস্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রস্তাবিত মূল্য পরিশোধে আগ্রহী ছিল না। এতে চুক্তিটির বাস্তবায়ন হুমকির মধ্যে পড়ে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, চুক্তি রক্ষার জন্য আদানি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তাঁদের এই বিদ্যুৎ কিনতে রাজি করানোর সিদ্ধান্ত নেন।
১ ঘণ্টা আগে