অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

আজ রোববার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবির তাঁর এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মফিদুর রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

জায়েদ বখত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক। অবসরের পর ২০১২ সালের ১৯ ডিসেম্বর তিনি সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৪ সালের ১৮ নভেম্বর তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে সরকার তাঁকে নিয়োগ দেয়।

জানা গেছে, ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদেও তিন বছরের জন্য তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়। ২০২০ সালের ৭ ডিসেম্বর জায়েদ বখত তৃতীয় দফায় পুনর্নিয়োগ পান আরও তিন বছরের জন্য। এবার চতুর্থ দফায় তিনি আবার পুনর্নিয়োগ পান কি না, তা ছিল ব্যাংক ও আর্থিক খাতের সংশ্লিষ্টদের কৌতূহল। গত বছরের নভেম্বরে সরকার তাঁকে আবার এক বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ দেয়। আর তিন মাস পর স্বাভাবিকভাবেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের আগেই দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি পদত্যাগ করেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত