ঈদে সুপারস্টোর ও অনলাইন গ্রোসারি শপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট কুপন-ক্যাশব্যাক

বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১২: ২৫

পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর থেকে প্রয়োজনীয় কেনাকাটায় বিকাশ পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। পাশাপশি, নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ঈদের দরকারি পণ্য অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 

নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটায় ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন ৩ বারে সর্বমোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। ডিসকাউন্ট কুপন পাওয়ার ৪ দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে এবং পৃথকভাবে প্রতিটি কুপন ব্যবহার করতে নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে। 

যে সুপারস্টোর গুলোয় কেনাকাটায় পাওয়া যাবে ডিসকাউন্ট কুপন–ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজার, আলমাস জেনারেল স্টোর, ল্যাভেন্ডার, ট্রাস্ট ফ্যামিলি নিডস, আমানা বিগ বাজার, হোলসেল ক্লাব সহ মোট ২৬টি সুপারস্টোরে। গ্রাহকেরা বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট সুপারস্টোর গুলোয় সফলভাবে পেমেন্ট করে ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। অফারটির মেয়াদ থাকবে ঈদের দিন পর্যন্ত। 

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়--https://www. bkash. com/campaign/adha-coupon-superstore। 

পাশাপাশি, ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫শতাংশ ক্যাশব্যাক, যা অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত। যে অনলাইন গ্রোসারি শপগুলোতে ক্যাশব্যাক উপভোগ করা যাবে--বাজার ৩৬৫, মীনা বাজার অনলইন, ডেইলি শপিং অনলাইন, চালডাল. কম এবং ক্লিকএনপে। 

এই অনলাইন গ্রোসারি শপগুলোয় বিকাশ অ্যাপ দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ের (চেকআউট পেমেন্ট, টোকেনাইজড পেমেন্ট, ডিরেক্ট চার্জ) মাধ্যমে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। তবে চালডাল. কম-এর ক্ষেত্রে শুধু ডিরেক্ট চার্জের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটিও চলবে ঈদের দিন পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়--https://www. bkash. com/campaign/azha-eid-online-grocery।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত