অনলাইন ডেস্ক
এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে স্থান পেয়েছে ১৬টি দেশের ১০০টি কোম্পানি। ‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’ নামের ওই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি দুই স্টার্টআপ। প্রতিষ্ঠান দুটি হলো টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার।
ফোর্বসের তালিকা থেকে জানা গেছে, আইফার্মার কাজ করে কৃষিখাত নিয়ে ও টাইগার নিউ এনার্জি ইলেকট্রিক বাহনের জন্য ব্যাটারি অদল-বদল প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে।
ফোর্বস জানিয়েছে, ১০টি আলাদা শিল্পে কাজ করা ১৬টি দেশের এই কোম্পানিগুলোর উদ্ভাবনী এবং বিকাশের শক্তিশালী রেকর্ড আছে। এসব কোম্পানি দুই বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আদায় করে নিতে সমর্থ হয়েছে।
আইফার্মার নামের এগ্রিটেক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। মূলত মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি পাইকারি বিক্রেতাদের সঙ্গে যুক্ত করে দেয় এই কোম্পানি। এ ছাড়া কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহায়তা দেয় তারা। কোম্পানিটির ‘সফল’ নামের একটি অ্যাপ রয়েছে, যেটি এখন পর্যন্ত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইডিএলসি ভেঞ্চারের কাছ থেকে ২ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে আইফার্মা।
এদিকে টাইগার নিউ এনার্জি নামের এই কোম্পানিটি চালু হয়েছে ২০২২ সালে। এটি বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি অদল-বদল নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বাংলাদেশে শতাধিক স্টেশন রয়েছে। গত জুন মাসে এডিবি থেকে এক মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে টাইগার নিউ এনার্জি।
এশিয়ার সেরা ১০০ স্টার্টআপের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে স্থান পেয়েছে ১৬টি দেশের ১০০টি কোম্পানি। ‘ফোর্বস এশিয়াস ১০০ ওয়াচ লিস্ট ফর ২০২৪’ নামের ওই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি দুই স্টার্টআপ। প্রতিষ্ঠান দুটি হলো টাইগার নিউ এনার্জি এবং আইফার্মার।
ফোর্বসের তালিকা থেকে জানা গেছে, আইফার্মার কাজ করে কৃষিখাত নিয়ে ও টাইগার নিউ এনার্জি ইলেকট্রিক বাহনের জন্য ব্যাটারি অদল-বদল প্রযুক্তি সহায়তা প্রদান করে থাকে।
ফোর্বস জানিয়েছে, ১০টি আলাদা শিল্পে কাজ করা ১৬টি দেশের এই কোম্পানিগুলোর উদ্ভাবনী এবং বিকাশের শক্তিশালী রেকর্ড আছে। এসব কোম্পানি দুই বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আদায় করে নিতে সমর্থ হয়েছে।
আইফার্মার নামের এগ্রিটেক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৯ সালে। মূলত মাঠ পর্যায়ের কৃষকদের সরাসরি পাইকারি বিক্রেতাদের সঙ্গে যুক্ত করে দেয় এই কোম্পানি। এ ছাড়া কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহায়তা দেয় তারা। কোম্পানিটির ‘সফল’ নামের একটি অ্যাপ রয়েছে, যেটি এখন পর্যন্ত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ২০২২ সালে আইডিএলসি ভেঞ্চারের কাছ থেকে ২ দশমিক ১ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে আইফার্মা।
এদিকে টাইগার নিউ এনার্জি নামের এই কোম্পানিটি চালু হয়েছে ২০২২ সালে। এটি বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি অদল-বদল নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বাংলাদেশে শতাধিক স্টেশন রয়েছে। গত জুন মাসে এডিবি থেকে এক মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে টাইগার নিউ এনার্জি।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিজওয়ান রহমান। গতকাল বুধবার ইস্টল্যান্ডের ২২৫ তম বোর্ড সভায় তাঁকে নির্বাচিত করা হয়।
৩৪ মিনিট আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেরাতের খাবার শেষ করে সবে প্রিয় ফুটবল ক্লাবের খেলা দেখতে টিভির সামনে বসেছেন ফজলুর রহমান। হঠাৎ তাঁর স্ত্রী এসে বললেন তোমরা সবাই পুরো বাসার লাইট জ্বালিয়ে রাখো, এসি চালিয়ে রাখো দেখেই মাসে মাসে বিদ্যুৎ বিল এত বাড়ছে। খানিকটা অপরাধবোধ নিয়ে মোবাইল হাতে নিলেন ফজলুর রহমান। বিকাশ অ্যাপের পে-বিল অপশনে ঢুকে ‘পে-ব
১ ঘণ্টা আগেবাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
১ ঘণ্টা আগে