সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় এক ধাপ এগিয়ে সামিট গ্রুপের আজিজ খান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪৩
Thumbnail image

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় এক ধাপ এগিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। গতকাল বুধবার মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪১তম।

প্রকাশিত তালিকায় দেখা যায়, আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার।

এর আগে ফোর্বসের গত বছরের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সে সময় তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয় ১০০ কোটি মার্কিন ডলার। তালিকায় এক ধাপ এগোনোর পাশাপাশি আজিজ খানের সম্পদ বেড়েছে ১২ কোটি ডলার।

সামিট গ্রুপ বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে একটি। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি-বাণিজ্যসহ তাদের নানামুখী ব্যবসা রয়েছে।

গত মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আওয়ামী লীগের তিন মেয়াদে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ সরকার জনগণের ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ পায় সামিট গ্রুপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত