নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস নেতিবাচক ধারায় থাকার পর জানুয়ারি মাসে ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি আয়। চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিকারকেরা ৫৭২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন। গত বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৫১৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার।
রপ্তানি আয় এমন সময় বাড়ল যখন দেশের বৈদেশিক মুদ্রা ডলারের রিজার্ভ দিন দিন কমছে। ডলারে মজুত কমে যাওয়ায় সরকার জ্বালানি পণ্য যেমন তেল, গ্যাস, কয়লাসহ কিনতে ও আমদানি বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে।
তবে মাসের হিসাবে রপ্তানি আয় বাড়লেও কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। ২০২৩–২৪ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ কোটি ডলার। এর জন্য জানুয়ারি মাসে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭৬ কোটি ৪০ লাখ ডলার। কিন্তু রপ্তানি আয় এসেছে ৫৭২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলার, যা কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।
ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি মাসে সার্বিক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ।
জানুয়ারিতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি স্বস্তি দিলেও সার্বিকভাবে রপ্তানি আয় আহরণের গতি খুবই কম বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা নেতিবাচক প্রবৃদ্ধির পর জানুয়ারির প্রবৃদ্ধি দিয়ে রপ্তানি আয়ের গতিপ্রকৃতি নিয়ে উপসংহার টানা বোকামি হবে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জনে ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি দরকার। কিন্তু জুলাই–জানুয়ারি এই প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে।’
জানুয়ারিতে রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর পেছনে তৈরি পোশাকের অবদান সবচেয়ে বেশি। ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮ হাজার ডলার যা আগের অর্থবছরের ছিল ২ হাজার ৭৪১ কোটি ৪০ লাখ ২০ হাজার ডলার। গেল সাত মাসে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ।
তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়ে গত সাত মাসে রপ্তানি আয়ে এসেছে এই খাত থেকে ১ হাজার ৬১৭ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৪৯৬ কোটি ৩৮ হাজার ডলার। অন্যদিকে নেতিবাচক ধারায় আছে ওভেন পোশাক। এই সাত মাসে ওভেনে ২ দশমিক ২০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ওভেন পোশাকে গত সাত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তুলনায় রপ্তানি কমেছে ২৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার ডলার।
এই সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে সার্বিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। চলতি অর্থবছরের গত সাত মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮ হাজার ডলার যা আগের অর্থবছরের ছিল ২ হাজার ৭৪১ কোটি ৪০ লাখ।
তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘তৈরি পোশাক খাতে যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে সেটা ঠিক নয়। গত কয়েক মাস ধরে আমাদের কারখানাগুলো মোট উৎপাদন সক্ষমতার ৫০–৬০ শতাংশে চলছে। এই অবস্থায় প্রবৃদ্ধি হওয়ার প্রশ্নই ওঠে না।’
ইপিবির তথ্যে দেখা যায়, প্লাস্টিক, রাবার, তুলা বর্জ্যে, সিমেন্ট, কৃষিজাত পণ্য, ফুটওয়্যার ইতিবাচক ধারায় থাকলেও হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছে নেতিবাচক ধারা অব্যাহত আছে।
ইপিবির তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি অর্থবছরেরে প্রথম তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সার্বিক রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তার পর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নেতিবাচক ধারা অব্যাহত ছিল। জানুয়ারি মাসে এসে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে।
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাস নেতিবাচক ধারায় থাকার পর জানুয়ারি মাসে ঘুরে দাঁড়িয়েছে রপ্তানি আয়। চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিকারকেরা ৫৭২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছেন। গত বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল ৫১৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার।
রপ্তানি আয় এমন সময় বাড়ল যখন দেশের বৈদেশিক মুদ্রা ডলারের রিজার্ভ দিন দিন কমছে। ডলারে মজুত কমে যাওয়ায় সরকার জ্বালানি পণ্য যেমন তেল, গ্যাস, কয়লাসহ কিনতে ও আমদানি বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে।
তবে মাসের হিসাবে রপ্তানি আয় বাড়লেও কৌশলগত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। ২০২৩–২৪ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ কোটি ডলার। এর জন্য জানুয়ারি মাসে রপ্তানির কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭৬ কোটি ৪০ লাখ ডলার। কিন্তু রপ্তানি আয় এসেছে ৫৭২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলার, যা কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।
ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি মাসে সার্বিক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ।
জানুয়ারিতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি স্বস্তি দিলেও সার্বিকভাবে রপ্তানি আয় আহরণের গতি খুবই কম বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘টানা নেতিবাচক প্রবৃদ্ধির পর জানুয়ারির প্রবৃদ্ধি দিয়ে রপ্তানি আয়ের গতিপ্রকৃতি নিয়ে উপসংহার টানা বোকামি হবে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জনে ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি দরকার। কিন্তু জুলাই–জানুয়ারি এই প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে।’
জানুয়ারিতে রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর পেছনে তৈরি পোশাকের অবদান সবচেয়ে বেশি। ইপিবির হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮ হাজার ডলার যা আগের অর্থবছরের ছিল ২ হাজার ৭৪১ কোটি ৪০ লাখ ২০ হাজার ডলার। গেল সাত মাসে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ।
তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়ে গত সাত মাসে রপ্তানি আয়ে এসেছে এই খাত থেকে ১ হাজার ৬১৭ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৪৯৬ কোটি ৩৮ হাজার ডলার। অন্যদিকে নেতিবাচক ধারায় আছে ওভেন পোশাক। এই সাত মাসে ওভেনে ২ দশমিক ২০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ওভেন পোশাকে গত সাত মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তুলনায় রপ্তানি কমেছে ২৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার ডলার।
এই সময়ে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে সার্বিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। চলতি অর্থবছরের গত সাত মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮ হাজার ডলার যা আগের অর্থবছরের ছিল ২ হাজার ৭৪১ কোটি ৪০ লাখ।
তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘তৈরি পোশাক খাতে যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে সেটা ঠিক নয়। গত কয়েক মাস ধরে আমাদের কারখানাগুলো মোট উৎপাদন সক্ষমতার ৫০–৬০ শতাংশে চলছে। এই অবস্থায় প্রবৃদ্ধি হওয়ার প্রশ্নই ওঠে না।’
ইপিবির তথ্যে দেখা যায়, প্লাস্টিক, রাবার, তুলা বর্জ্যে, সিমেন্ট, কৃষিজাত পণ্য, ফুটওয়্যার ইতিবাচক ধারায় থাকলেও হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছে নেতিবাচক ধারা অব্যাহত আছে।
ইপিবির তথ্য ঘেঁটে দেখা যায়, চলতি অর্থবছরেরে প্রথম তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সার্বিক রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। তার পর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নেতিবাচক ধারা অব্যাহত ছিল। জানুয়ারি মাসে এসে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে।
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
১ ঘণ্টা আগেবিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সম্প্রতি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
১ ঘণ্টা আগেদেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজের ও তেলের কিছুটা কমে এসেছে ইতিমধ্যে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। ইতিমধ্যে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। চাহিদা...
৪ ঘণ্টা আগেমাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাওরের মাছ প্রকৃতির দান। প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।’
৫ ঘণ্টা আগে