হিলি বন্দর দিয়ে এসেছে ১০০ টন আলু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ০০
Thumbnail image

ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। 

এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।

প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’ 

ভারত থেকে আসা আলুআমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।

এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত