হিজড়া জনগোষ্ঠীর ৯ উদ্যোক্তা পেলেন আর্থিক প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১৮: ০৫
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৮: ৩৪

দেশের লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যদের আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে সফল উদ্যোক্তা তৈরির জন্য হিজড়া জনগোষ্ঠীর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ৯ উদ্যোক্তাকে বিশেষ ব্যবসায়ীকে প্রণোদনা দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বন্ধু’ এবং জাতীয় মানবাধিকার কমিশন যৌথভাবে নির্বাচিত লিঙ্গ বৈচিত্র্যময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রণোদনা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তাঁদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে চন্দ্রলতা অনলাইন শপের মালিক আরিফুল ইসলাম আলিফ, এল আর ফ্যাশন হাউসের উদ্যোক্তা লিনিয়া শাম্মী ও মো. রফিকুল ইসলাম রয়েল, উত্তরণ ফুড কর্নারের শোভা সরকার, উইমেন্স ল্যান্ড বিউটি স্যালুনের অর্ণব নয়ন, উত্তরণ বিউটি পারলারের তানিশা ইয়াসমিন চৈতি, রূপান্তরের আনোয়ারা ইসলাম রানী, মাহফুজ অ্যাগ্রো ফার্মের মাহফুজ আলম, সিঁড়ি হস্তশিল্পের আরিফা ইয়াসমিন ময়ূরী ও উত্তরণ বিউটি পারলারের অনন্যা বণিককে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো. মোকতার হোসেন, কমিশনের উপপরিচালক এম রবিউল ইসলাম, ইউএন-এইডসের কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান, বন্ধুর নির্বাহী পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত