Ajker Patrika

পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি এমপি হলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি এমপি হলেন

দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৫ জন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের বিজয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

সংসদে নির্বাচিত পুঁজিবাজারের প্রতিনিধিরা হলেন বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার জাহিদ মালেক, এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক সাবের হোসেন চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার এ কে আজাদ, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, মোনা ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা, মণ্ডল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এস এ কে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচ এম ইব্রাহিম এবং মোনার্ক হোল্ডিংসের পরিচালক সাকিব আল হাসান।

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তাঁরা আগামী দিনগুলোতে পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারবান্ধব ব্যক্তিত্ব। পুঁজিবাজারের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তাঁর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত