Ajker Patrika

আইপিও-সংক্রান্ত সুপারিশ দিল পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিও-সংক্রান্ত সুপারিশ দিল পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-সংক্রান্ত খসড়া সুপারিশমালা প্রদান করেছে পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সংস্কার টাস্কফোর্স। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে খসড়া নীতিমালা জমা দেন টাস্কফোর্সের সদস্যরা।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের ফোকাস গ্রুপের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রথম দফায় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড খাত সংস্কারের লক্ষ্যে খসড়া নীতিমালা প্রদান করেছিল টাস্কফোর্স।

এদিকে ২৭ মার্চ দুপুরে খসড়া সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলন করবে বিএসইসি। সেখানে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের খসড়া সুপারিশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব

কিছুদিন আগে মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে—সারজিসকে ডা. তাসনিম

‘সারজিস নাগরিক পার্টি করতে পারলে আমরা কেন ছাত্রদল করতে পারব না’

বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে ক্ষুব্ধ ভারতের কোচ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত