Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে ক্ষুব্ধ ভারতের কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩: ০৪
ভারতের কোচ মানোলো মারকেস (বাঁয়ে)। ছবি: বাফুফে
ভারতের কোচ মানোলো মারকেস (বাঁয়ে)। ছবি: বাফুফে

খেলা চলাকালীন ক্যামেরার সামনেই স্পষ্ট হয়ে ওঠে মানোলো মারকেসের রাগ। সংবাদ সম্মেলনে এসে আর নিজেকে সামলাতে পারলেন না ভারতের কোচ। আত্মসমালোচনা তো বটেই, শিষ্যদের তুলোধুনো করার কিছুই বাকি রাখেননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গোলের অন্তত পাঁচটি পরিষ্কার সুযোগ পেয়েছে তারা। কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি। বেশিরভাগ সুযোগই এসেছিল ভারতের ভুলের কারণে। তাই ম্যাচ শেষে রুদ্রমূর্তি ধারণ করেন মারকেস।

ভারতীয় কোচ বলেন, ‘বেশি কথা বলতে চাই না, তবে আমি খুবই ক্ষুব্ধ। দলের সবার পারফরম্যান্স নিয়ে আমি হতাশ। এমন বাজে পারফরম্যান্স বোঝানোর ভাষা আমার নেই। হয়তো এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা। ইতিবাচক দিক হলো তারা সুযোগ পাওয়ার পরও আমরা কোনো গোল হজম করিনি।’

ম্যাচের প্রথমার্ধের অনেকটা সময় চাপে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে তা কাটিয়ে উঠল গোলের তেমন সুবর্ণ সুযোগ আসেনি তাদের। সেটপিসে তারা বেশ ভালোই দক্ষ, কিন্তু সাতটি কর্নার পেয়েও কোনো বিপদ তৈরি করতে পারেননি। তাই ভারতীয় কোচের না ক্ষেপে ওঠার কোনো কারণ নেই।

অন্যদিকে গোল মিসের মহড়ার পরও বাংলাদেশ কোচ মাঠ ছেড়েছেন হাসিমুখে। হাভিয়ের কাবরেরা বলেন, ‘যদি আমরা এখানে ড্র করতে পারি, তাহলে গ্রুপের যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের।’

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় হংকং। সেই ম্যাচটিও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। তাই এক ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বাংলাদেশ। জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে কাবরেরার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত