নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থির পরিবেশ এবং সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের নানা অনিয়ম প্রকাশ্যে আসে। এর ফলে ব্যাংক থেকে টাকা তুলে নেন সাধারণ গ্রাহকেরা। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এর ফলে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমছে। চলতি বছরের অক্টোবর শেষে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার কোটি, যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। আর আগস্ট শেষে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা। তিন মাসে মানুষের হাতে রাখা টাকা কমেছে প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্ট মাসে আমানত বাড়ার বদলে উল্টো কমেছে। তবে ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত সেপ্টেম্বরে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে।
সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। আগস্টে মোট আমানত ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা। সেই হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন হচ্ছে না; তারপরও টাকা তুলতে যাচ্ছেন। গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই আমানতের টাকা ফেরত পাবেন। একযোগে অধিক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।
জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক অস্থির পরিবেশ এবং সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের নানা অনিয়ম প্রকাশ্যে আসে। এর ফলে ব্যাংক থেকে টাকা তুলে নেন সাধারণ গ্রাহকেরা। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার ব্যাংকে টাকা ফিরতে শুরু করেছে। এর ফলে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমছে। চলতি বছরের অক্টোবর শেষে মানুষের হাতে রাখা টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার কোটি, যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। আর আগস্ট শেষে ছিল ২ লাখ ৯২ হাজার কোটি টাকা। তিন মাসে মানুষের হাতে রাখা টাকা কমেছে প্রায় ১৩ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংক খাতে সাধারণত প্রতি মাসে আগের মাসের তুলনায় আমানত বাড়ে। তবে জুলাই ও আগস্ট মাসে আমানত বাড়ার বদলে উল্টো কমেছে। তবে ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে গত সেপ্টেম্বরে গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে।
সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। আগস্টে মোট আমানত ছিল ১৭ লাখ ৩১ হাজার কোটি টাকা। সেই হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ১০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‘কিছু গ্রাহকের আমানতের টাকা উত্তোলনের প্রয়োজন হচ্ছে না; তারপরও টাকা তুলতে যাচ্ছেন। গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছু নেই। সবাই আমানতের টাকা ফেরত পাবেন। একযোগে অধিক গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না।
আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন ৫৭ শতাংশ এসএমই উদ্যোক্তা। আর ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন ৫৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ব্যয়কে বাধা হিসেবে দেখছেন অন্তত ৫১ শতাংশ। আর ৪৪ শতাংশ উদ্যোক্তার দাবি, সরকার
৮ মিনিট আগেনদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।
৪১ মিনিট আগেবাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর—নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেছেন কয়েক শ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পদত্যাগের আলটিমেটামও দেওয়া হয়েছে। তবে গর্ভনর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
৪ ঘণ্টা আগেভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির সঙ্গে টোটালএনার্জির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আদানি এখন ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত। এতে টোটালএনার্জির সামনে নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে।
১০ ঘণ্টা আগে