বিমা দাবি পরিশোধে গুরুত্ব দেওয়া উচিত আইডিআরএর: কাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভা। ছবি: সংগৃহীত

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সব কোম্পানির বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজিম উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

কাজিম উদ্দিন বলেন, ‘বিমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বিমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বিমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বিমা কোম্পানির উচিত বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে। এ কারণে ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। তাতে দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে এটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

এরপর আইআরএফের এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী আনোয়ার। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত