অনলাইন ডেস্ক
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন নোট সামনে এসেছে। গত বৃহস্পতিবার রাশিয়ার কাজানে শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই নোটটি সামনে আসল। এরই মধ্যে এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ‘১০০ ব্রিকস’ মূল্যের এক হাজারটি নোট ছাপা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরজাচ শহরে নোটগুলো ছাপা হয়। রাশিয়ার কাজানে জোটটির শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই প্রতীকী ব্রিকস নোট উপহার দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে এই নোট প্রচলনর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নোটটি ‘কোয়াজি মানি’ বা সহজে নগদায়নযোগ্য। এটি ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতীক।
নতুন এই নোটটির সামনের দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ঐতিহ্যর প্রতীক রয়েছে। এর পেছনের অংশে নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতসহ সম্ভাব্য অংশীদারদের পতাকা এবং নাম হয়েছে। নোটটির সমস্ত অঙ্কন হস্তখচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ব্রিকসের নতুন এই নোটের পেছনের অংশে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তবে পতাকাটি বাংলাদেশের মানচিত্রখচিত, যেটি মহান মুক্তিযুদ্ধের সময়ের।
কিরজাচ টাইপোগ্রাফি জেএসসের প্রতিষ্ঠাতা ও মালিক ইয়েভজেনি ফিদোরভ এর মুদ্রণ করেছেন। এই নোটটি বৈশ্বিক সহযোগিতা ও বহুমুখীতার জন্য ‘হৃদয়গ্রাহী সমর্থনের’ প্রতীক হিসাবে ব্রিকস সভায় একটি উপহার ছিল। সম্মেলনে ব্রিকস সদস্যরাও একে সমর্থন করেছেন।
নোটটি হাতে আঁকা ও উদীয়মান বহুমুখী বিশ্বের প্রতীক উল্লেখ করে ফিওদোরভ বলেছেন, নোটের সামনের অংশে বৃত্তের মাঝে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পতাকা সমতার প্রতীক। রুশ ব্যাংক নোটের মতো ব্রিকস নোটও জাল করা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।
এই নোটের ডিজাইন করেছেন ইউরি ইয়ারমাকভ। তিনি বিভিন্ন দেশের ১০ টিরও বেশি মুদ্রার নকশা করেছেন। আশির দশকে তিনি ইরাকি দিনারে সাদ্দাম হোসেন ও ভিয়েতনামের মুদ্রা ‘ডং’-এ বিপ্লবী হো চি মিনের প্রতিকৃতি এঁকেছিলেন।
পুতিন এর আগে বলেছিলেন, একক ব্রিকস মুদ্রা তৈরির বিষয়টি জোটের টেবিলে নেই। এ বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন নোট সামনে এসেছে। গত বৃহস্পতিবার রাশিয়ার কাজানে শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই নোটটি সামনে আসল। এরই মধ্যে এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ‘১০০ ব্রিকস’ মূল্যের এক হাজারটি নোট ছাপা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরজাচ শহরে নোটগুলো ছাপা হয়। রাশিয়ার কাজানে জোটটির শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই প্রতীকী ব্রিকস নোট উপহার দেওয়া হয়।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে এই নোট প্রচলনর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নোটটি ‘কোয়াজি মানি’ বা সহজে নগদায়নযোগ্য। এটি ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতীক।
নতুন এই নোটটির সামনের দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ঐতিহ্যর প্রতীক রয়েছে। এর পেছনের অংশে নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতসহ সম্ভাব্য অংশীদারদের পতাকা এবং নাম হয়েছে। নোটটির সমস্ত অঙ্কন হস্তখচিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ব্রিকসের নতুন এই নোটের পেছনের অংশে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তবে পতাকাটি বাংলাদেশের মানচিত্রখচিত, যেটি মহান মুক্তিযুদ্ধের সময়ের।
কিরজাচ টাইপোগ্রাফি জেএসসের প্রতিষ্ঠাতা ও মালিক ইয়েভজেনি ফিদোরভ এর মুদ্রণ করেছেন। এই নোটটি বৈশ্বিক সহযোগিতা ও বহুমুখীতার জন্য ‘হৃদয়গ্রাহী সমর্থনের’ প্রতীক হিসাবে ব্রিকস সভায় একটি উপহার ছিল। সম্মেলনে ব্রিকস সদস্যরাও একে সমর্থন করেছেন।
নোটটি হাতে আঁকা ও উদীয়মান বহুমুখী বিশ্বের প্রতীক উল্লেখ করে ফিওদোরভ বলেছেন, নোটের সামনের অংশে বৃত্তের মাঝে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পতাকা সমতার প্রতীক। রুশ ব্যাংক নোটের মতো ব্রিকস নোটও জাল করা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।
এই নোটের ডিজাইন করেছেন ইউরি ইয়ারমাকভ। তিনি বিভিন্ন দেশের ১০ টিরও বেশি মুদ্রার নকশা করেছেন। আশির দশকে তিনি ইরাকি দিনারে সাদ্দাম হোসেন ও ভিয়েতনামের মুদ্রা ‘ডং’-এ বিপ্লবী হো চি মিনের প্রতিকৃতি এঁকেছিলেন।
পুতিন এর আগে বলেছিলেন, একক ব্রিকস মুদ্রা তৈরির বিষয়টি জোটের টেবিলে নেই। এ বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন ২৬ বছর বয়সী ইয়াসমিন লাবণী। সেখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। পদ্মা শাতিল আরব ফ্যাশনস লিমিটেড নামে এই কারখানায় তৈরি পোশাক অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন রিটেইলার কোম্পানি মোজাইকে সরবরাহ করা হয়। কিন্তু এই মোজাইকের দোষে এখন পথে বসার অবস্থা লাবণীর।
২ ঘণ্টা আগেব্যাংকিং খাতে স্বচ্ছতার অভাব, আর্থিক সুরক্ষার ঘাটতি ও গ্রাহকের আস্থার অবনতি উল্লেখ করে বাংলাদেশের ব্যাংকিং খাতের রেটিং কমিয়েছে মুডিজ। বিশ্বখ্যাত ‘ক্রেডিট রেটিং’ সংস্থা মুডিজ গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। এর এক দিন আগে, সংস্থাটি বাংলাদেশের সার্বভৌম রেটিং বি১ থেকে কমিয়ে বি২ করেছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ই-রিক্রুটমেন্ট সিস্টেম ও ই-টিকেটিং সিস্টেমে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।
৬ ঘণ্টা আগেপুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় ‘ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম’ তৈরি করা হবে,
১০ ঘণ্টা আগে